AI Partner: সঙ্গী না পেয়ে সিঙ্গল থাকার দিন শেষ, রোম্যান্স থেকে খুনসুটি, সবকিছুর জন্য পার্টনার দেবে AI

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 18, 2023 | 6:14 PM

AI Tool Partner: আপনার সঙ্গী আপনাকে গান শোনাবে, গল্প বলবে। ঝগড়া? আপনি না চাইলে সেটাও হবে না। চাইলেই রোম্যান্টিক মুহূর্ত কাটাতে পারবেন। আর সম্পর্ক হয়ে উঠবে গভীর। এমনই আপনার মনের মতো সঙ্গী বানিয়ে দেবে সিলিকন ভ্যালি ভিত্তিক একটি স্টার্টআপ কোম্পানি।

AI Partner: সঙ্গী না পেয়ে সিঙ্গল থাকার দিন শেষ, রোম্যান্স থেকে খুনসুটি, সবকিছুর জন্য পার্টনার দেবে AI

Follow Us

মনের মতো সঙ্গী খুঁজছেন? কিন্তু কিছুতেই পাচ্ছেন না? এবার সেই সমস্যার সমাধান করবে প্রযুক্তি। এবার আপনার মনে হতেই পারে, প্রযুক্তিকে কাজে লাগিয়ে কীভাবে মনের মতো সঙ্গী পাওয়া সম্ভব? এটা বাস্তবেই হবে। আপনাকে মনের মতো সঙ্গী খুঁজে দেবে AI। বর্তমানে AI-এর দ্বারা প্রায় সব কাজই হচ্ছে। তবে মন মতো একজন সঙ্গী খুঁজে দিতে আর পিছপা হয়ে থাকবে কেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। আপনার সঙ্গী আপনাকে গান শোনাবে, গল্প বলবে। আর ঝগড়া? আপনি না চাইলে সেটাও হবে না। চাইলেই রোম্যান্টিক মুহূর্ত কাটাতে পারবেন। আর সম্পর্ক হয়ে উঠবে গভীর। এমনই আপনার মনের মতো সঙ্গী বানিয়ে দেবে সিলিকন ভ্যালি ভিত্তিক একটি স্টার্টআপ কোম্পানি।

কীভাবে এমনটা সম্ভব হচ্ছে?

সিলিকন ভ্যালি ভিত্তিক একটি স্টার্টআপ কোম্পানি এই কাজটি করেছে। এ বিষয়ে GitHub-এ একটি টিউটোরিয়াল প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে, যে আপনি কীভাবে নিজের জন্য একটি কাস্টমাইজড AI সঙ্গী তৈরি করতে পারেন। আপনি যদি অবিবাহিত হন, তবে AI এর সাহায্যে নিজের জন্য একজন সঙ্গী তৈরি করে নিতে পারেন। কেবল একজন ভাল সঙ্গীই নয়, ভাল বন্ধুও তৈরি করে নিতে পারবেন। যে কি না সুখে-দুখে আপনার সঙ্গেই থাকবে।

অর্থাৎ আপনি যেমন চাইবেন ঠিক তেমনই দেখতে হবে আপনার সঙ্গী। রূপ থেকে গুন, সবই আপনি আপনার পছন্দ মতো বানিয়ে নিতে পারবেন। ডেভেলপারদের করা এই পরীক্ষায় (AI Companion) অনেকেই বেশ খুশি। Andreessen Horowitz (স্টার্টআপ কোম্পানী) বিশ্বাস করে যে, অনেক লোক এআই ব্যবহার করে নিজেদের জন্য সঙ্গী তৈরি করে নেবে।

মনের মতো হবে আপনার AI সঙ্গী:

কোম্পানির তরফে বলা হয়েছে, একেবারে মনে মতো হবে আপনার সঙ্গী। অর্থাৎ আপনি ঠিক যেমন চান, একেবারে তেমন সঙ্গী পাবেন। আপনার পছন্দ মতো সবকিছু ডিজাইন ও সেট করতে পারবেন সঙ্গীর মধ্যে। কোম্পানির মতে, এই AI টুলটি মানুষের কাছ থেকে ভাল সাড়া পাবে বলে আশা করা হচ্ছে। কারণ প্রত্যেক ব্যক্তির তার পার্টনার সম্পর্কে আলাদা আলাদা পছন্দ রয়েছে। আর এই টুলটি আপনাকে আপনার পছন্দ অনুযায়ী পার্টনার তৈরি করতে সাহায্য করবে। ফলে যারা একাকিত্বে রয়েছেন, তারা একজন পছন্দমতো সঙ্গী পাবেন।

Next Article