Infinix Zero 30 5G ভারতে আসছে অগস্টে, লঞ্চের আগেই ফাঁস ফিচার

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 23, 2023 | 3:21 PM

Infinix Zero 30 5G Features: এতে Gorilla Glass 5 এর সামনে এবং পিছনের উভয় প্যানেলের জন্য সুরক্ষা দেওয়া হয়েছে। এছাড়াও, পিছনের প্যানেলে একটি LED ফ্ল্যাশ ইউনিট সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।

Infinix Zero 30 5G ভারতে আসছে অগস্টে, লঞ্চের আগেই ফাঁস ফিচার

Follow Us

Infinix Zero 30 5G স্মার্টফোনটি চলতি বছরের অগস্টের শেষে লঞ্চ হতে পারে। অনেক দিন ধরেই এই ফোনটি নিয়ে আলোচনা তুঙ্গে। এবার সেই ফোনই ভারতীয় বাজারে আসতে চলেছে। এটি ল্যাভেন্ডার এবং গোল্ড কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এটিতে একটি 60 ডিগ্রি গোলাকার 10-বিট AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে। ইতিমধ্যেই এর অন্যান্য অনেক ফিচারও ফাঁস হয়েছে। ফোন লঞ্চের আগে Infinix Zero 30 5G সম্পর্কে অনেক তথ্য সামনে এসেছে। চলুন জেনে নেওয়া যাক এই নতুন ফোনে কী কী ফিচার দেওয়া হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, Infinix Zero 30 5G-তে একটি 50-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এর ফ্রন্ট ক্যামেরা 60fps-এর। এতে আপনি দুর্দান্ত 4K ভিডিয়ো ক্যাপচার করতে পারবেন। এর সঙ্গে প্রাইমারি রিয়ার সেন্সর অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট রয়েছে। রিপোর্ট অনুযায়ী, Infinix Zero 30 5G-তে 12GB RAM-এর সঙ্গে 9GB পর্যন্ত ভার্চুয়াল RAM সাপোর্ট দেওয়া যেতে পারে। একই সঙ্গে ফোনে 256GB ইনবিল্ট স্টোরেজ সুবিধাও পেয়ে যাবেন। এই ফোনটি ধুলো এবং স্প্ল্যাশ প্রতিরোধের জন্য IP53 রেটিং সহ আসতে পারে। আপনি এই ফোনটিতে আরও অনেক ফিচার পেয়ে যাবেন।

ফাঁস হওয়া লাইভ ইমেজ অনুযায়ী, এতে Gorilla Glass 5 এর সামনে এবং পিছনের উভয় প্যানেলের জন্য সুরক্ষা দেওয়া হয়েছে। এছাড়াও, পিছনের প্যানেলে একটি LED ফ্ল্যাশ ইউনিট সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। Infinix Zero 30 5G-তে 60-ডিগ্রি কার্ভড 10-বিট AMOLED ডিসপ্লে থাকবে। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে, এর ক্যামেরার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। এর আগে Infinix Zero 20 গ্লিটার গোল্ড, গ্রিন ফ্যান্টাসি এবং স্পেস গ্রে কালার অপশনে পেশ করা হয়েছিল। এর 8 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 5,999 টাকা।

Next Article