Oppo Find N3 Flip Features: চিনা স্মার্টফোন নির্মাতা Oppo বছরের শুরু থেকেই নতুন নতুন ফোন এনে হাজির করছে। এবার কোম্পানিটি 29 আগস্ট তাদের দেশীয় বাজারে Oppo Find N3 Flip স্মার্টফোন লঞ্চ করতে পারে। টিপস্টার ম্যাক্স জাম্বর এক্স-এ এই তথ্য শেয়ার করেছেন। এমনকি কোম্পানি একই দিনে Oppo Find N3 এবং Oppo Watch 4 Pro লঞ্চ করতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে ফোনটি লঞ্চ করার বিষয়ে এখনও কোনও তথ্য দেওয়া হয়নি। Oppo চলতি বছরের ফেব্রুয়ারিতে Oppo Find N2 Flip লঞ্চ করেছে। ফলে পর পর দুটি ফোন বাজারে আসায় সবার নজর এই ফোনের দিকে রয়েছে। এতে দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক আপনি এই নতুন ফোনে কী-কী পাবেন।
Oppo Find N3 Flip-এর সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন:
এখনও এর সব ফিচার সম্পর্কে কিছু জানা যায়নি। তবে টিপস্টার ম্যাক্স জাম্বর এক্স অনেক তথ্যই ইতমধ্যে সামনে এসেছে। আপনি Oppo Find N3 Flip-এ রাউন্ড শেপ ক্যামেরা মডিউল পেয়ে যাবেন। এছাড়াও এতে আপনি 50MP (IMX890) + 48MP (IMX581) আল্ট্রা ওয়াইড এবং 32MP (IMX709) 2x টেলিফটো ক্যামেরা দেওয়া হবে। স্মার্টফোনটি 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং একটি 4500mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানিয়েছে টিপস্টার। স্মার্টফোনটিতে মাত্র 3.26 ইঞ্চি কভার ডিসপ্লে পাওয়া যাবে। আপাতত ফোনটির দাম সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।
OnePlus-ও একটি ফোল্ডেবল ফোন লঞ্চ করবে:
এখানেই শেষ নয়, চিনে লঞ্চ করা OPPO Find N3 ভারতে OnePlus Open নামে লঞ্চ করা যেতে পারে। অর্থাৎ এটি কোম্পানির নতুন ফোল্ডেবল ফোন। এটি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। OnePlus Open-এ আপনি একটি দুর্দান্ত ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যাতে থাকবে 50MP (IMX890) মেন ক্যামেরা + 48MP (IMX581) আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 64MP (OV64B) 3x পেরিস্কোপ টেলিফটো লেন্স। রিপোর্ট অনুযায়ী, এই ফোনটি চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবরে লঞ্চ হতে পারে।