Realme 11 5G এবং Realme 11X 5G লঞ্চ হয়ে গেল ভারতে, দাম 14,999 টাকা ও 18,999 টাকা

TV9 Bangla Digital | Edited By: Sayantan Mukherjee

Aug 23, 2023 | 2:16 PM

Realme 11 5G ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম 18,999 টাকা। ফোনটির 256GB স্টোরেজ স্পেসের দাম 19,999 টাকা। Realme 11X 5G ফোনের বেস 6GB RAM ও 128GB স্টোরেজ স্পেসের দাম 14,999 টাকা। ফোনটির 8GB RAM ভ্যারিয়েন্টের দাম 15,999 টাকা।

Realme 11 5G এবং Realme 11X 5G লঞ্চ হয়ে গেল ভারতে, দাম 14,999 টাকা ও 18,999 টাকা
এসে গেল রিয়েলমির দুই নতুন ফোন।

Follow Us

Realme ভারতে একই সঙ্গে দুটি স্মার্টফোন লঞ্চ করে দিল। সেই দুই ফোনই 5G সাপোর্টেড, দাম 20,000 টাকারও কম। ফোন দুটির নাম Realme 11 5G এবং Realme 11X 5G। তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে এই নতুন ফোন দুটি নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে Realme 11 তাঁদের জন্য ডিজ়াইন করা হয়েছে, যাঁরা এখনও কলেজে পড়াশোনা করছেন এবং কম দামের মধ্যে একটা ক্যামেরা-ফোকাসড ফোনের খোঁজ করছেন। অন্য দিকে Realme 11X একটি বাজেট-ফোকাসড মোবাইল, যা দ্রুত পারফর্ম করবে এবং চমৎকার 5G ইন্টারনেটের অভিজ্ঞতাও দিতে পারবে।

Realme 11 5G এবং Realme 11X 5G: কত দাম

Realme 11 5G ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম 18,999 টাকা। ফোনটির 256GB স্টোরেজ স্পেসের দাম 19,999 টাকা। 29 অগস্ট থেকে ফ্লিপকার্ট এবং রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনের বিক্রিবাট্টা শুরু হবে। সেলের প্রথম দিনই থাকছে 1,500 টাকার ডিসকাউন্ট। এই ফোনটি কালো ও সোনালি এই দুই রঙে পাওয়া যাবে।

এদিকে আবার Realme 11X 5G ফোনের বেস 6GB RAM ও 128GB স্টোরেজ স্পেসের দাম 14,999 টাকা। ফোনটির 8GB RAM ভ্যারিয়েন্টের দাম 15,999 টাকা। চলতি মাসের শেষে এই ফোনের সেল শুরু হলে তাতে 1,000 টাকার ডিসকাউন্ট থাকছে।

Realme 11 5G এবং Realme 11X 5G: স্পেসিফিকেশন

Realme 11 5G এবং Realme 11X 5G এই দুটি ফোনই প্রায় এক। কেবল ক্যামেরার ফিচারে কিছু ফারাক রয়েছে দুটি ফোনের মধ্যে। Realme 11 ফোনটিতে রয়েছে 6.72 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। ফোনটিতে রয়েছে 5000mAh ব্যাটারি এবং পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ 5G চিপসেট। এই ব্যাটারি 67W চার্জিং সাপোর্ট করে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 108MP ক্যামেরা। সেকেন্ডারি হিসেবে একটি 2MP সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা।

Realme 11X 5G ফোনে রয়েছে একটি 64MP প্রাইমারি ক্যামেরা। আর একটি 2MP সেন্সরও রয়েছে। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে একটি MediaTek প্রসেসরের সাহায্যে। রয়েছে বেশ বড় এবং শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি। তবে এই ফোনের চার্জিং স্পিড আগেরটির তুলনায় অপেক্ষাকৃত কম, 33W মাত্র। অন্যাব্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 8MP সেলফি ক্যামেরা এবং 120Hz ডিসপ্লে।

Next Article