স্মার্টফোনের ক্যামেরা সর্বাধিক কত মেগাপিক্সেল পর্যন্ত হতে পারে? এই প্রশ্নের বোধহয় কোনও উত্তর নেই। কারণ, বিগত কয়েক বছর ধরে স্মার্টফোনের ক্যামেরায় বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা যে ভাবে পরিবর্তিত এবং রূপান্তরিত হয়েছে, তা সত্যিই ভবিষ্যতে ইতিহাসের পাতায় জায়গা করে নিতে পারে। 5MP থেকে শুরু করে 200MP পর্যন্ত ক্যামেরার অ্যান্ড্রয়েড ফোন বাজারে এসেছে। 100MP ক্যামেরা সেন্সর প্রথম লঞ্চ করেছিল Samsung। সেই সংস্থাই এবার বিশ্ব বাজারে 320MP এবং 440MP ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এখন এত মেগাপিক্সেল ক্যামেরার ফোন যদি Samsung নিয়ে আসে, তাহলে তা সত্যিই স্মার্টফোনের জগতে একপ্রকারের বিপ্লব হতে চলেছে।
440 মেগাপিক্সেল বা 440 মিলিয়ন পিক্সেল মানে সে কী বিশাল ক্যামেরা সেন্সর হতে চলেছে, ধারণা করতে পারছেন তো? তবে এই একটাই বা 320MP ক্যামেরা সেন্সরের ফোনই যে Samsung নিয়ে আসছে, এমনটা নয়। এর আগে একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি এমনও কিছু ক্যামেরার ফোন নিয়ে কাজ করছে যাদের সেন্সর 500 থেকে 600 মিলিয়ন পিক্সেলস। এই 440MP সেন্সরের ফোনটি সংস্থার সেই লক্ষ্যে পৌঁছানোরই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হতে চলেছে।
এক টিপস্টার দাবি করেছেন, Revegnus হল 50 মিলিয়ন পিক্সেলের একটি সেন্সর, যাকে ISOCELL GN6। চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলি তাদের পরবর্তী প্রজন্মের ফোনগুলিতে এই সেন্সরই ব্যবহার করতে চলেছে। এখন জানা গিয়েছে, Samsung এর প্রথম বড় ক্যামেরা যা 1 ইঞ্চির থেকেও সামান্য একটু বড় হতে চলেছে, তাতেও এই একই ক্যামেরা সেন্সর ব্যবহার করা হতে পারে। সেই ফোনটি ক্যামেরার দিক থেকে মূলত Sony-র ক্যামেরা, যা এক ইঞ্চির থেকে বড় এবং Vivo X90 Pro+ ফোনে সেটি ব্যবহার করা হয়েছে।
আর একটি সেন্সর নিয়ে তারা কাজ করছে, সেটি 200 মিলিয়ন পিক্সেলের, 0.7 মাইক্রনের বড়। আগেই জানা গিয়েছিল, এই সেন্সরটি ব্যবহার করা হবে Samsung Galaxy S25 Ultra ফোনে। কিন্তু আপাতত তা ব্যবহার করা হচ্ছে না বলেই খবর। কারণ, এই সেন্সর তৈরি করতে খরচ পড়ে যাচ্ছে অনেকটাই।
তৃতীয় আর একটি যে সেন্সর নিয়ে Samsung কাজ করছে, সেটি 320 মিলিয়ন পিক্সেলের। তবে সেই সেন্সরের নামটি এখনও পর্যন্ত জানা যায়নি। সূত্রের খবর, এই সেন্সর সর্বপ্রথম ব্যবহার করা হতে পারে Samsung Galaxy S26 Ultra ফোনে। এখন দেখার মতো বিষয়টি হল, মিডিয়াটেকের নির্দিষ্ট কোন ধরনের কম্পিউটার চিপ 320 মিলিয়ন পিক্সেলের ক্যামেরার সঙ্গে কাজ করতে পারে।
Samsung যদিও এখনও পর্যন্ত এই ক্যামেরা সেন্সরগুলি বাস্তব নাকি গুজব, সেই বিষয়টিকে নিশ্চিত করেনি। তবে সত্যিই যদি এই ক্যামেরা সেন্সরের ফোন স্যামসাং তৈরি করে, তাহলে স্মার্টফোনের জগতে তা সত্যিই যুগান্তকারী বিপ্লব ঘটাবে।