বিগত কয়েক বছরে ইয়ারবাডের চাহিদা প্রচুর পরিমাণে বেড়েছে, তা আর বলার অপেক্ষা থাকে না। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে কোম্পানিগুলি একের পর এক নতুন নতুন ইয়ারবাড বাজারে আনছে। তার তাতে থাকছে দুর্দান্ত সব ফিচার ও স্পেসিফিকেশন। কেউ আবার ডিজাইন থেকে শুরু করে লুকের দিকে বিশেষ নজর দিচ্ছে। তবে এবার নতুন একটি ইয়ারবাড বাজারে এল। এমনিতেই Noise-এর ইয়ারবাড থেকে শুরু করে স্মার্টওয়াচ, সবকিছুরই জনপ্রিয়তা রয়েছে। এবার নতুন একটি ইয়ারবাড এনে হাজির করল কোম্পানিটি। নতুন ইয়ারবাডটির নাম Noise Buds VS102 Neo। এটি 11mm ড্রাইভার এবং ব্লুটুথ 5.3 ফিচার দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক Noise Buds VS102 Neo-এর দাম ও ফিচার।
Noise Buds VS102 Neo-এর ফিচার:
Noise Buds VS102 Neo-এ 10mm ড্রাইভার ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সাউন্ড নিয়ে আপনার কোনও অভিযোগ থাকবে না বলেই জানিয়েছে কোম্পানিটি। এতে ব্লুটুথ v5.3-এর কানেকশন রয়েছে। এছাড়াও এতে টাচ কন্ট্রোল সিস্টেমও ব্যবহার করা হয়েছে। আপনি টাচ ব্যবহার করেই অনেক সাউন্ড কমাতে ও বাড়াতে পারবেন। এমনকি আপনার ফোনে কোনও কল আসলে, আপনি ইয়ারবাড দিয়েই তা রিসিভ করে নিতে পারবেন। আর কথা বলা হয়ে গেলে, আপনি ফোনটি কেটেও দিতে পারবেন। এই ইয়ারবাডগুলিতে 40ms এর একটি অতি-লো-ল্যাটেন্সি মোডও রয়েছে, যাতে ভিডিয়ো দেখার সময় বা গেম খেলার সময় কোনও অসুবিধা না হয়।
এখানেই শেষ নয়, ইয়ারবাডগুলিতো একটি কোয়াড মাইক্রোফোন সেটআপ দেওয়া হয়েছে, যার মধ্যে নয়েজ ক্যানসেলেসন প্রযুক্তিও রয়েছে। এতে আপনি যদি ইয়ারবাডে কারও সঙ্গে কথা বলেন, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির চারপাশে কী শব্দ হচ্ছে, তা আপনি শুনতে পাবেন না। এক কথায়, এই প্রযুক্তি অতিরিক্ত যে কোনও শব্দকে বাদ দিয়ে দেয়। এই ইয়ারবাডগুলির ব্যাটারি লাইফও খুব ভাল। একবার চার্জে 50 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক করতে পারবেন।
Noise Buds VS102 Neo-এর দাম:
ভারতীয় বাজারে Noise Buds VS102 Neo-এর দাম রাখা হয়েছে 999 টাকা। ইতিমধ্যেই আপনি এটি কোম্পানির সাইট এবং Flipkart থেকে কিনতে পারবেন। এর বিক্রি শুরু হয়ে গিয়েছে । এই ডিভাইসটি কার্বন ব্ল্যাক, আইস ব্লু, অলিভ গ্রিন, পার্ল পিঙ্ক কালার অপশনে লঞ্চ করা হয়েছে। অর্থাৎ আপনি যদি একটি নতুন ইয়ারবাড কেনার কথা ভেবে থাকেন, তবে এর থেকে ভাল সুযোগ আর পাবেন না।