Best Printer Buying Guide: নতুন প্রিন্টার কেনার আগে এই 5 বিষয়ে অবশ্যই জানুন, নইলে সব টাকা বরবাদ

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 21, 2023 | 3:18 PM

Printer Buying Guide:বাজারে বর্তমানে অনেক ধরনের প্রিন্টার পাওয়া যায়। কিন্তু কোন ধরনের প্রিন্টার কেনা উচিত? সেটা অনেকেই বুঝতে পারেন না। এমনকি প্রিন্টার কেনার আগে কোন কোন দিকে নজর রাখা উচিত, তাও অনেকেই জানেন না।

1 / 8
আজকাল শুধু অফিসে নয় বাড়িতেও প্রিন্টারের প্রয়োজন পড়ে। দরকারে অনেক সময় দোকান বন্ধ থাকে, ফলে আপনি চাইলেও কোনও দরকারি জিনিস প্রিন্ট করতে পারেন না। সেক্ষেত্রে বাড়িতে একটি প্রিন্টার থাকলে তার থেকে ভাল আর কী-ই বা হতে পারে।

আজকাল শুধু অফিসে নয় বাড়িতেও প্রিন্টারের প্রয়োজন পড়ে। দরকারে অনেক সময় দোকান বন্ধ থাকে, ফলে আপনি চাইলেও কোনও দরকারি জিনিস প্রিন্ট করতে পারেন না। সেক্ষেত্রে বাড়িতে একটি প্রিন্টার থাকলে তার থেকে ভাল আর কী-ই বা হতে পারে।

2 / 8
বাজারে বর্তমানে অনেক ধরনের প্রিন্টার পাওয়া যায়। কিন্তু কোন ধরনের প্রিন্টার কেনা উচিত? সেটা অনেকেই বুঝতে পারেন না। এমনকি প্রিন্টার কেনার আগে কোন কোন দিকে নজর রাখা উচিত, তাও অনেকেই জানেন না।

বাজারে বর্তমানে অনেক ধরনের প্রিন্টার পাওয়া যায়। কিন্তু কোন ধরনের প্রিন্টার কেনা উচিত? সেটা অনেকেই বুঝতে পারেন না। এমনকি প্রিন্টার কেনার আগে কোন কোন দিকে নজর রাখা উচিত, তাও অনেকেই জানেন না।

3 / 8
একটি ভাল প্রিন্টার কেনার আগে অনেক কিছু মাথায় রাখা প্রয়োজন। নতুন প্রিন্টার কিনতে গেলে বাজারে অনেক অপশন পাবেন। কিন্তু কোনটি আপনার জন্য সেরা হবে? কেনার আগে কিছু জিনিস মাথায় রাখলেই, আপনাকে কেনার পরে আর কোনও আপসোস করতে হবে না।

একটি ভাল প্রিন্টার কেনার আগে অনেক কিছু মাথায় রাখা প্রয়োজন। নতুন প্রিন্টার কিনতে গেলে বাজারে অনেক অপশন পাবেন। কিন্তু কোনটি আপনার জন্য সেরা হবে? কেনার আগে কিছু জিনিস মাথায় রাখলেই, আপনাকে কেনার পরে আর কোনও আপসোস করতে হবে না।

4 / 8
বাজেট ঠিক করুন: প্রিন্টার কেনার জন্য একটি বাজেট সেট করুন। বাজেট তৈরির সময় প্রিন্টারের দাম, রক্ষণাবেক্ষণের খরচ, কালি সব কিছু মাথায় রেখেই বাজেট ঠিক করুন। যাতে কেনার পরে কোনও অসুবিধা না হয়।

বাজেট ঠিক করুন: প্রিন্টার কেনার জন্য একটি বাজেট সেট করুন। বাজেট তৈরির সময় প্রিন্টারের দাম, রক্ষণাবেক্ষণের খরচ, কালি সব কিছু মাথায় রেখেই বাজেট ঠিক করুন। যাতে কেনার পরে কোনও অসুবিধা না হয়।

5 / 8
কী কারণে ব্যবহার করবেন: আপনি কি জন্য প্রিন্টার কিনছেন তা জানা গুরুত্বপূর্ণ। প্রিন্টার সাধারণত ব্যক্তিগত ব্যবহার, ছোট অফিসের কাজ বা বড় কোনও ব্যবসার জন্য কেনা হয়। তাই আপনার চাহিদার কথা মাথায় রেখেই নতুন প্রিন্টার কিনুন।

কী কারণে ব্যবহার করবেন: আপনি কি জন্য প্রিন্টার কিনছেন তা জানা গুরুত্বপূর্ণ। প্রিন্টার সাধারণত ব্যক্তিগত ব্যবহার, ছোট অফিসের কাজ বা বড় কোনও ব্যবসার জন্য কেনা হয়। তাই আপনার চাহিদার কথা মাথায় রেখেই নতুন প্রিন্টার কিনুন।

6 / 8
প্রিন্টিং খরচ: প্রিন্টারের খরচের দিকেও নজর দিন। দীর্ঘ সময় ধরে প্রিন্টার ব্যবহার করলে কালি এবং টোনার কার্টিজ পরিবর্তন করতে হয়। প্রিন্টারে এই জিনিসগুলির দাম সবচেয়ে বেশি। তাই প্রিন্টার চালানোর যে খরচটি হবে, সেটির দিকে নজর দিন।

প্রিন্টিং খরচ: প্রিন্টারের খরচের দিকেও নজর দিন। দীর্ঘ সময় ধরে প্রিন্টার ব্যবহার করলে কালি এবং টোনার কার্টিজ পরিবর্তন করতে হয়। প্রিন্টারে এই জিনিসগুলির দাম সবচেয়ে বেশি। তাই প্রিন্টার চালানোর যে খরচটি হবে, সেটির দিকে নজর দিন।

7 / 8
কানেক্টিভিটির দিকে নজর দিন: আধুনিক প্রিন্টারে বিভিন্ন ধরনের কানেকশনের অপশন থাকে। আপনি যদি চান যে প্রিন্টারটি কোনও তার ছাড়াই চলবে, তাহলে ব্লুটুথ বা ওয়াই-ফাই কানেকশন থাকা প্রয়োজন। এছাড়াও তারযুক্ত কানেকশনের জন্য USB এবং ইথারনেট পোর্ট সহ প্রিন্টার নিতে পারেন।

কানেক্টিভিটির দিকে নজর দিন: আধুনিক প্রিন্টারে বিভিন্ন ধরনের কানেকশনের অপশন থাকে। আপনি যদি চান যে প্রিন্টারটি কোনও তার ছাড়াই চলবে, তাহলে ব্লুটুথ বা ওয়াই-ফাই কানেকশন থাকা প্রয়োজন। এছাড়াও তারযুক্ত কানেকশনের জন্য USB এবং ইথারনেট পোর্ট সহ প্রিন্টার নিতে পারেন।

8 / 8
জেরক্স হয় কি না দেখে নিন: একটি প্রিন্টার কিনতে যাওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে, তাতে আর অন্য কোনও ফিচার আছে কি না। কারণ বাজারে এমন অনেক প্রিন্টার আছে, যাতে জেরক্স করা যায়। আপনিও কেনার আগে সেই ফিচারটি দেখে নেবেন।

জেরক্স হয় কি না দেখে নিন: একটি প্রিন্টার কিনতে যাওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে, তাতে আর অন্য কোনও ফিচার আছে কি না। কারণ বাজারে এমন অনেক প্রিন্টার আছে, যাতে জেরক্স করা যায়। আপনিও কেনার আগে সেই ফিচারটি দেখে নেবেন।

Next Photo Gallery