Ubon SP-125 ওয়্যারলেস স্পিকার হাজির, তার ভিতরে ছোট্ট ইয়ারবাড, পুরো প্যাকেজের দাম মাত্র 2,999 টাকা

TV9 Bangla Digital | Edited By: Sayantan Mukherjee

Aug 23, 2023 | 11:34 AM

অনলাইন শপিং প্ল্যাটফর্মে Ubon SP-125 ওয়্যারলেস স্পিকারটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। এর দাম খুব কম মাত্র 2,999 টাকা। লাল, নীল এবং ধূসর এই তিন রঙে ডিভাইসটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

Ubon SP-125 ওয়্যারলেস স্পিকার হাজির, তার ভিতরে ছোট্ট ইয়ারবাড, পুরো প্যাকেজের দাম মাত্র 2,999 টাকা
ওয়্যারলেস স্পিকার, তাতে আবার ইয়ারবাডও...

Follow Us

দেশি অ্যাক্সেসারিজড প্রস্তুতকারক সংস্থা Ubon একটি নতুন ওয়্যারলেস স্পিকার লঞ্চ করেছে। এই স্পিকারের সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার হল, এতে স্পিকার ও ইয়ারবাড দুই-ই রয়েছে। এই ওয়্যারলেস স্পিকারের নাম Ubon SP-125। ডিভাইসটি গ্রাহকের একাধিক চাহিদা পূরণ করবে। ওয়্যারলেস স্পিকারটি ঝক্কিহীন ভাবে চার্জ করা যাবে, বিপুল পরিমাণ স্টোরেজ রয়েছে এবং স্পিকার ও ইয়ারবাড দুইয়ের জন্যই ভাল ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। Ubon এর তরফ থেকে জানানো হয়েছে, পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে রুমে একা বসে গান শোনা- সব ক্ষেত্রেই এই ওয়্যারলেস স্পিকার যথার্থ।

Ubon SP-125: ইয়ারবাডের ফিচার্স

Ubon SP-125 ট্রু ওয়্যারলেস ইয়ারবাডটি এক চার্জে 30 ঘণ্টা পর্যন্ত প্লেটাইম দিতে পারে। অটোমেটিক পেয়ারিং ফিচার দেওয়া হয়েছে এতে। এই TWS ইয়ারবাডের আর একটি গুরুত্বপূর্ণ ফিচার হল তার অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন সাপোর্ট। এই মোডে আপনি যখন কথা বলবেন বা গান শুনবেন, দুই ক্ষেত্রেই আপনার সামগ্রিক অভিজ্ঞতা চমৎকার হবে।

Ubon SP-125: ওয়্যারলেস স্পিকার্স

এই Ubon SP-125 ওয়্যারলেস স্পিকারটি এক চার্জে চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। TF কার্ড ও পেনড্রাইভ সাপোর্ট করে এবং FM Radio-র সমস্ত ফাংশনও অফার করে। ব্লুটুথ 5.3 এর সাপোর্ট রয়েছে এই স্পিকারে, যা 10 মিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। স্পিকারটিতে একটি1,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা টাইপ-সি চার্জিং সাপোর্ট করে।

Ubon SP-125: দাম, কোথায় পাবেন

অনলাইন শপিং প্ল্যাটফর্মে Ubon SP-125 ওয়্যারলেস স্পিকারটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। এর দাম খুব কম মাত্র 2,999 টাকা। লাল, নীল এবং ধূসর এই তিন রঙে ডিভাইসটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

Ubon SP-125: স্পিকার ও ইয়ারবাড হিসেবে গুরুত্বপূর্ণ ফিচার

1200mAh ব্যাটারি

* ব্লুটুথ ভার্সন 5.3

* অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন (ANC)

* 30 ঘণ্টা পর্যন্ত প্লেটাইম দিতে পারে ইয়ারবাডটি।

* চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে স্পিকারটি।

* TF কার্জ, পেনড্রাইভ, FM রেডিওর মতো একাধিক ফিচার রয়েছে।

Next Article