Bankura News: ২০০ বাম শ্রমিক তৃণমূলে

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 24, 2023 | 6:28 PM

বাম শ্রমিক সংগঠন সি আই টিইউ ছেড়ে তৃনমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি তে যোগ দিলেন দুশোরও বেশি শ্রমিক সংগঠন। বাঁকুড়ার সোনামুখীর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।সি আইটিইউ এর দাবী ২০১১ সালের পর থেকেই সিটু সংগঠনের সাথে এদের কোনো যোগ ছিল না। সম্প্রতি স্থায়ী হওয়ার আশায় তাঁরা আই এন টিটিইউসি তে যোগ দিয়েছেন।

বাম শ্রমিক সংগঠন সি আই টিইউ ছেড়ে তৃনমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি তে যোগ দিলেন দুশোরও বেশি শ্রমিক সংগঠন। বাঁকুড়ার সোনামুখীর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আইএনটিটিইউসি র দাবী বছরের পর বছর ধরে বঞ্চিত হওয়ার পর বাধ্য হয়ে তাঁরা সি আই টিইউ ছেড়ে আইএনটিটিইউসি তে যোগ দিয়েছেন। যোগ দেওয়া কর্মীদের বড় অংশ ২০১১ সালের পর থেকেই সিআইটিইউ র সাথে যুক্ত ছিলেন না বলে দাবী সি আই টিইউ র । বাঁকুড়ার সোনামুখীতে কৃষি বিজ্ঞান কেন্দ্রে কয়েকশো অস্থায়ী কর্মী চুক্তিভিত্তিতে কাজ করেন। এদের একটা বড় অংশ এতদিন যুক্ত ছিলেন বাম শ্রমিক সংগঠন সি আই টিইউ র সাথে। কিন্তু অভিযোগ দিনের পর দিন শ্রমিকদের প্রতি বঞ্চনা হলেও সিআই টিইউকে তাঁরা পাশে পাননি। আর সে কারনেই তাঁরা সি আই টিইউ ছেড়ে যোগ দিলেন আই এন টিটিইউসি তে। আই এন টিটিইউসি র দাবী কর্তৃপক্ষ শ্রমিকদের মেডিক্যালের সুবিধা দেওয়া, অন্যায় ভাবে অন্যত্র বদলী সহ অন্যান্য বিষয়ে বঞ্চনা করে এলেও সি আই টিইউ তাদের পাশে দাঁড়ায়নি। এই বঞ্চনার প্রতিবাদেই তাঁরা পতাকা বদল করলেন। সি আইটিইউ এর দাবী ২০১১ সালের পর থেকেই সিটু সংগঠনের সাথে এদের কোনো যোগ ছিল না। সম্প্রতি স্থায়ী হওয়ার আশায় তাঁরা আই এন টিটিইউসি তে যোগ দিয়েছেন।