Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের আগে কী অবস্থা বিড়ি শ্রমিকদের?

Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের আগে কী অবস্থা বিড়ি শ্রমিকদের?

আসাদ মল্লিক

|

Updated on: Jun 25, 2023 | 8:00 PM

Panchayat Election 2023: দেশের ২১ লক্ষ বিড়ি শ্রমিকের মধ্যে ৫.২২ লক্ষের বাস এই মুর্শিদাবাদে। বিড়ি শ্রমিকদের কল্যাণে ১৯৭৬ এ তৈরি হয় একটি আইন। ২০১৯ এ সেই আইন বাতিল হয়।

দেশের ২১ লক্ষ বিড়ি শ্রমিকের মধ্যে ৫.২২ লক্ষের বাস এই মুর্শিদাবাদে। বিড়ি শ্রমিকদের কল্যাণে ১৯৭৬ এ তৈরি হয় একটি আইন। ২০১৯ এ সেই আইন বাতিল হয়। ২০০০ সালে মুর্শিদাবাদের ধুলিয়ানে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় উদ্বোধন করেন বিড়ি শ্রমিকদের জন্য একটি হাসপাতাল। যে হাসপাতাল আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত। বিড়ি শ্রমিকদের ভোট ব্যাঙ্কে বাই ইলেকশন জিতলেন বাইরন বিশ্বাস। তারপর কি দিন বদলেছে এঁদের। কেমন আছেন এখানকার বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন। নাসেবা বিবি মদিনা বিবিদের কার্ড আছে। ভারত সরকারের শ্রম দফতরের শ্রম কল্যাণ সংগঠনের হলদে হয়ে যাওয়া একটা করে কার্ড। ১৯৯৬ এর ডিসেম্বরে এই কার্ড যখন তৈরি হয় তখন নাসেবার দুই সন্তান নাজির আর হেনার বয়স ছিল যথাক্রমে ৫ ও ২ বছর। অনেক আশা ছিল নাসেবার সরকারি কার্ডে কিছু সুযোগ সুবিধা অন্তত পাবেন। অন্তত শ্রমিকের অধিকার স্বরূপ স্বাস্থ্যের নিরাপত্তা। কিন্তু প্রায় ২৬ বছরের বেশি অতিবাহিত হলেও মুর্শিদাবাদের এই গ্রামগুলিতে ‘কেউ কথা রাখেনি’। নেতাদের মুখ বদলায়। সরকার বদলায়। কিন্তু দিন বদলায় না এঁদের। মহাজনদের কাছ থেকে কাঁচামাল, মানে বিড়ির পাতা সুতো আর তামাক এনে বিড়ি পাকান ওঁরা। প্রতি হাজার বিড়ি বাঁধলে নাসেবা, মদিনা, প্রমিলা আর মুন্নিরা মজুরি পান ১৪০ টাকা। আর্থিক নিরাপত্তা বলতে ওই টুকুই। ভোটের আগে নেতারা আসেন। প্রতিশ্রুতির বান ডাকে ভাগীরথীর জলে। নির্বাচন চলে গেলে নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতিগুলো ঠিক ভাগীরথীর ভাঁটার পানি কিংবা চোখের জলের মতই উবে যায়।