Sundarbans News: যে দেশ চন্দ্রযানে সফল, সে দেশে…
যেদিন ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করল, ঠিক সেদিনই বাংলার সুন্দরবনে অন্ধ বিশ্বাসের ছবি ধরা পড়ল। মনসামঙ্গল কাব্যের ছায়া কাকদ্বীপের প্রসাদপুর এলাকায়।
যেদিন ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করল, ঠিক সেদিনই বাংলার সুন্দরবনে অন্ধ বিশ্বাসের ছবি ধরা পড়ল। মনসামঙ্গল কাব্যের ছায়া কাকদ্বীপের প্রসাদপুর এলাকায়। গত মঙ্গলবার সাপের কামড়ে মৃত্যু হয় আড়াই বছরের শিশুকন্যার। বাড়িতে সাপের কামড়ানোর পর শিশুটিকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ চিকিৎসার পর মৃত্যু হয় ওই শিশুকন্যার। এরপর দেহটি ময়নাতদন্ত না করে পরিবারের হাতে দিয়ে দেওয়া হয়। গতকাল সকালে মৃত শিশুকন্যার দেহ কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হয় মুড়িগঙ্গা নদীতে। নদীর জলে মৃত শিশু আবার প্রাণ ফিরে পাবে, অন্ধ বিশ্বাস থেকে প্রাচীন লোককাব্যের ছবি ফুটে ওঠে। ভেলা দেখতে নদীরপাড়ে ভিড় জমে যায়। সামাজিক মাধ্যমে বিষয়টি চাউর হতেই নড়েচড়ে বলে হারুউড পয়েন্ট উপকূল থানার পুলিশ। বিকেল নাগাদ শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। প্রশ্ন উঠছে, হাসপাতাল কর্তৃপক্ষ দেহ ময়নাতদন্ত না করে কেন পরিবারের হাতে তুলে দিল ?