My India My LiFE Goals: এক কোটিরও বেশি গাছ লাগিয়েছেন দরিপল্লী রামাইয়া
খানিকটা এরকম ভাবনা থেকেই এগিয়ে চলেছেন ট্রি-ম্যান নামে জনপ্রিয় দরিপল্লী রামাইয়া, যিনি এই পৃথিবীর বুকে সবুজের সংখ্যা বাড়াতে এক কোটিরও বেশি গাছ লাগিয়েছেন
পথ চলা শুরু যবে থেকে, লক্ষ্যেই ছিল নজর, পথ রোধ করতে পারেনি কোনও প্রতিবন্ধকতা… খানিকটা এরকম ভাবনা থেকেই এগিয়ে চলেছেন ট্রি-ম্যান নামে জনপ্রিয় দরিপল্লী রামাইয়া, যিনি এই পৃথিবীর বুকে সবুজের সংখ্যা বাড়াতে এক কোটিরও বেশি গাছ লাগিয়েছেন। গাছ লাগানোর এই সফর এখনও চলছে। তাঁর নেশাটা এমন যে তিনি যখনই বাড়ির থেকে বেরোন, তখন গাছের বীজ ও চারাগাছ সঙ্গে নিয়ে বেরোন। এই সব দেখে লোকেরা তাঁকে পাগল পর্যন্তও বলেছেন। কিন্তু ২০১৭ সালে তাঁকে এই কাজের জন্যই পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়, তারপর থেকে মানুষ এখন তাঁর প্রশংসায় পঞ্চমুখ। একটা সময় এসেছিল যখন, এই গাছ লাগানোর মতো টাকাও তাঁর কাছে ছিল না। সেইসময় দরিপল্লীবাবু তাঁর তিন একর জমিও বিক্রি করে দেন তবু তাঁর অভিযানকে থামতে দেননি। আজ যখন দেশ আজাদির অমৃৎ মহোৎসব পালন করছে তখন গাছ এবং সবুজের প্রতি রামাইয়া বাবুর এই প্রয়াসকে আমাদের কুর্নিশ জানাতেই হবে।