EL NINO Effect: উড়ে যাচ্ছে গ্যালন গ্যালন জল!
EL NINO Effect: সূত্রের খবর, এই বছর জুলাই মাসে ৪১.৮৯ % জলস্তর নেমে যায়। তবে গত বছর জুলাই মাসে এই জলস্তর ছিল ৭১.৫%। গবেষকদের মতে, এই সপ্তাহে প্রতি ঘণ্টায় জল বাষ্প হতে পারে ৩৪ হাজার টন।
‘এল নিনো’য়ের প্রভাবে বৃষ্টির পরিমাণ অনেক কমে গিয়েছে। বাড়ছে দ্রুত হারে তাপমাত্রা। এই জন্য প্রচুর পরিমাণে জল বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতি চললে মরুভূমি হয়ে যেতে পারে সারা দেশ। ইস্তানবুলের তাপমাত্রা অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ার জন্য জলাধার শূণ্য হয়ে যেতে পারে। ওমেরলি জলাধার থেকে ইস্তানবুলের মানুষদের জলের যোগান দেওয়া হয়। তুর্কি প্রশাসন সূত্রের খবর, সেখানে ১৭ হাজার টন জল বাষ্প হয়ে যাচ্ছে প্রতি ঘণ্টায়। যদি তাপমাত্রা না কমে,এপ্রিলে এই জলাধার জলশূন্য হতে পারে ।
সূত্রের খবর, এই বছর জুলাই মাসে ৪১.৮৯ % জলস্তর নেমে যায়। তবে গত বছর জুলাই মাসে এই জলস্তর ছিল ৭১.৫%। গবেষকদের মতে, এই সপ্তাহে প্রতি ঘণ্টায় জল বাষ্প হতে পারে ৩৪ হাজার টন। তবে জলের অপচয় বন্ধ করতে হবে। গবেষকদের মতে, অল্প বৃষ্টি হলেই বদলে যেতে পারে পরিস্থিতি ।
Latest Videos