My India My LiFE Goals: ভারত-পাকিস্তান সীমান্তে গাছ লাগান মহম্মদ ইকবাল লোন
জঙ্গলে যখন গোলাগুলি, বোমা চলে, তখন জঙ্গলে আগুন লেগে যায়। খুব ক্ষতি হয় এতে জঙ্গলের। আমার ধারণা এভাবে প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ জঙ্গলের ক্ষতি হয়েছে। তবে আস্তে আস্তে পরিবেশ বদলাচ্ছে। প্লানটেশনের মরশুমে প্রায় ৪-৫ হাজার বা তার বেশি চিনার গাছ লাগাই আমরা।
যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থাকে তবে সেটা এখানেই, এখানেই, এখানেই। বর্তমানে যেভাবে গাছ কাটা হচ্ছে তাতে অদূর ভবিষ্যতে এই প্রবাদটাই শুধু রয়ে যাবে। চোখে দেখতে পাওয়া যাবে না। নমস্কার, আমার নাম ইকবাল লোন। আমি জম্মু-কাশ্মীরের উরিতে থাকি। জঙ্গলে যখন গোলাগুলি, বোমা চলে, তখন জঙ্গলে আগুন লেগে যায়। খুব ক্ষতি হয় এতে জঙ্গলের। আমার ধারণা এভাবে প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ জঙ্গলের ক্ষতি হয়েছে। তবে আস্তে আস্তে পরিবেশ বদলাচ্ছে। প্লানটেশনের মরশুমে প্রায় ৪-৫ হাজার বা তার বেশি চিনার গাছ লাগাই আমরা। LOC থেকে শুরু করে প্রায় কার্গিল পর্যন্ত গাছ লাগাতে পেরেছি। চিনার গাছ লাগানোর সবথেকে বড় সুবিধে হল, চিনার গাছের আয়ু। এটা প্রায় ৩০০-৪০০ বছর বাঁচে। আজাদি কা অমৃত মহোৎসব পালনে আমাদের প্রত্যেকের লক্ষ্য় হওয়া উচিত যাতে জঙ্গলের সংখ্যা বাড়ে। জল-জঙ্গল আর জমি ছাড়া আমাদের জীবন কল্পনা করা যাবে না- মহম্মদ ইকবাল লোন