Basirhat News: ‘…জনসমক্ষে কান ধরে উঠবোস করে পদত্যাগ করব’
বসিরহাটের টাকি পৌরসভার উপ পৌরপ্রধান ফারুক গাজীর বিরুদ্ধে দুর্নীতি ও রাহাজানির অভিযোগ তোলা হয়। তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা টাকি পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রদ্যুৎ দাস সহ টাকি পৌরসভার পাঁচ জন কাউন্সিলর মঙ্গলবার বিধানসভায় গিয়ে ইস্তফা দেওয়ার হুমকি দেন।
বসিরহাটের টাকি পৌরসভার উপ পৌরপ্রধান ফারুক গাজীর বিরুদ্ধে দুর্নীতি ও রাহাজানির অভিযোগ তুলে তৃণমূলের টাকি টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা টাকি পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রদ্যুৎ দাস সহ টাকি পৌরসভার পাঁচ জন কাউন্সিলর মঙ্গলবার বিধানসভায় গিয়ে ইস্তফা দেওয়ার হুমকি দেন। এই নিয়ে টাকি পৌরসভায় গুঞ্জন শুরু হয়েছে। কাউন্সিলর প্রদ্যুৎ দাশ বলেন, “ভাইস চেয়ারম্যান, তিনি একাই সবকিছু করেন। কাউন্সিলরদের কোন মতামত নেন না এবং প্রতিবাদ করতে গেলে মারধর ও ভয় দেখানো হয়।” পাল্টা টাকি পৌরসভার উপ পৌরপ্রধান ফারুক গাজী বলেন, “যারা দুর্নীতির কথা বলছেন তাদের স্বার্থে ঘা লেগেছে। তারা চাইছেন, টাকি পৌরসভার উন্নয়নের টাকা তাদের অ্যাকাউন্টে দিতে হবে। এটা নিয়ম বহির্ভূত কাজ। টাকি পৌরসভায় সরকারি আধিকারিকরা আছেন। তারাই বিষয়গুলো দেখেন। এর অথরিটি আমি নই। চেয়ারম্যান এবং সরকারি আধিকারিকরা তারাই সই করেন কাগজপত্রে। এগুলো আমি করতে পারবো না। পাশাপাশি টাকি পৌরসভা এলাকায় অনলাইন লোটো বন্ধ করে দিয়েছি বলে অনেকের স্বার্থে ঘা পড়েছে। পরিকল্পনা করে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে যাতে ভাইস চেয়ারম্যানের পদ থেকে আমি সরে দাঁড়াই। আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হলে আমি ভরা বাজারে গিয়ে কান ধরে উঠবোস করে পদত্যাগ করবো।”