Hooghly Electrocution News: লরি ঠেলতে গিয়ে এ কী হল!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 24, 2023 | 7:28 PM

সুতো কলের শ্রমিকদের ডেকে লরি চালক ঠেলতে বলেন। জন কুড়ি শ্রমিক বড় লরিটিকে পিছন থেকে ঠেলা শুরু করে। নিয়ন্ত্রন হারিয়ে সামনে থাকা একটি ট্রান্সফরমারে ধাক্কা মারে লরি।সঙ্গে সঙ্গে গোটা লরিটি বিদ্যুৎ সংযুক্ত হয়ে পরে।লরি ঠেলতে থাকা শ্রমিকরা তড়িদাহত হয়ে ছিটকে পড়েন।

বৃহস্পতিবার সকালে বৈদ্যবাটি সুপার মার্কেটের কাছে একটি সুতো কলের কাছে দাঁড়িয়ে ছিল উত্তর প্রদেশের একটি লরি। লরির ইঞ্জিন স্ট্রার্ট নিচ্ছিল না। সুতো কলের শ্রমিকদের ডেকে লরি চালক ঠেলতে বলেন। জন কুড়ি শ্রমিক বড় লরিটিকে পিছন থেকে ঠেলা শুরু করে। নিয়ন্ত্রন হারিয়ে সামনে থাকা একটি ট্রান্সফরমারে ধাক্কা মারে লরি।সঙ্গে সঙ্গে গোটা লরিটি বিদ্যুৎ সংযুক্ত হয়ে পরে।লরি ঠেলতে থাকা শ্রমিকরা তড়িদাহত হয়ে ছিটকে পড়েন।তড়িঘড়ি তাদের উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।
সুতো কলের শ্রমিকরা বলেন,আমাদের সুতো কলে তখন গাড়ি আসবে বলে অপেক্ষা করছিল।ওই লরির ড্রাইভার বলল ইঞ্জিন স্ট্রার্ট নিচ্ছে না একটু ঠেলে দিতে।আমরা সবাই মিলে লরিটিকে ঠেলতে লাগলাম।হাই টেনশান লাইনের নীচে একটি ট্রান্সফরমারে গিয়ে ধাক্কা মারে লরি।কি হল বুঝতে পারিনি হঠাৎ ছিটকে পড়ে গেলো।অল্পের জন্য প্রাণে বেঁচেছে।
দূর্ঘটনার খবর পেয়ে সিইএসসি কর্মিরা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে। চালক সহ লরি আটক করে শ্রীরামপুর থানার পুলিশ।।