Jalpaiguri Heavy Rain: জল বাড়তেই ঘর ছেড়ে রাস্তায়!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 23, 2023 | 7:43 PM

গত দুদিন ধরে অবিরাম বর্ষনে করলা নদীর জল বেড়ে যাওয়ায় জলমগ্ন হয়েছে শহরের পরেশ মিত্র কলোনি সহ বিভিন্ন এলাকা। ঘরে জল ঢুকে যাওয়ায় চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

গত দুদিন ধরে অবিরাম বর্ষনে করলা নদীর জল বেড়ে যাওয়ায় জলমগ্ন হয়েছে শহরের পরেশ মিত্র কলোনি সহ বিভিন্ন এলাকা। ঘরে জল ঢুকে যাওয়ায় চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বৃহস্পতিবার দুপুরের পর থেকে করলা নদীর জল ঢুকে পড়ে জলপাইগুড়ি শহরের নেতাজিপাড়া ও পরেশ মিত্র কলোনি এলাকায়। করলা নদীর পাশে বাঁধ না থাকায় এই দুর্ভোগ বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। করলা নদীর জল বেড়ে যাওয়ায় জলমগ্ন হয়েছে পুরসভার ২৫ ও ১ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা। এখানে শতাধিক বাড়িতে ঘরের ভেতরে ঢুকে গেছে করলা নদীর জল। বাড়িতে জল ঢুকে পড়ায় ইতিমধ্যেই তারা বাড়িঘর ছেড়ে রাস্তার উপরে দিকে চলে আসছেন। জলমগ্ন এলাকার অনেক মানুষ উচুঁ রাস্তার ধারে আশ্রয় নিয়েছে‌ন।