Jhargram News: স্কুল, বেঞ্চ আছে, কিন্তু নেই…
পড়ে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের আস্ত একটা বিল্ডিং, রয়েছে পঠনপাঠনের যাবতীয় পরিকাঠামো । কিন্তু পড়ুয়াদের পড়ানোর জন্য নেই কোন শিক্ষক। অভিভাবকরা একপ্রকার নিরুপায় হয়ে বাড়ির বাচ্চাদের পাঠাতে বাধ্য হচ্ছেন প্রায় আড়াই কিলোমিটার দুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে। এমনই ঘটনা ঝাড়গ্ৰাম জেলার নয়াগ্ৰাম ব্লকের ভালুক গাজড়ী প্রাথমিক বিদ্যালয়ের।
পড়ে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের আস্ত একটা বিল্ডিং, রয়েছে পঠনপাঠনের যাবতীয় পরিকাঠামো । কিন্তু পড়ুয়াদের পড়ানোর জন্য নেই কোন শিক্ষক। স্কুলের একমাত্র শিক্ষকা বদলি নেওয়ার কারণে প্রায় দু’বছর ধরে বন্ধ স্কুল ঘরের তালা। অভিভাবকরা একপ্রকার নিরুপায় হয়ে বাড়ির বাচ্চাদের পাঠাতে বাধ্য হচ্ছেন প্রায় আড়াই কিলোমিটার দুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে। এমনই ঘটনা ঝাড়গ্ৰাম জেলার নয়াগ্ৰাম ব্লকের ভালুক গাজড়ী প্রাথমিক বিদ্যালয়ের। অভিযোগ, প্রায় ২ বছর ধরে স্কুল বিল্ডিং এর তালা খোলা হয়নি। স্কুলের দায়িত্বপ্রাপ্ত একমাত্র শিক্ষিকা বদলি নিয়ে চলে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে আর স্কুলের পঠন-পাঠন চালু করার উদ্যোগ গ্রহন করা হয়নি। তাই জঙ্গল লাগোয়া গ্রাম হওয়ায় দুরের স্কুলে বাড়ির কচিকাঁচাদের পাড়াতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে ভালুকগাজড়ি গ্রামের বাসিন্দাদের। তাই দ্রুত স্কুল খোলার দাবি তুলেছেন গ্রামবাসীরা। ইতিমধ্যে ভালুক গাজড়ী স্কুল বাঁচাও কমিটি তৈরি করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন যাতে স্কুলটি খোলা হয়। বিভিন্ন দপ্তরে জানিও কোন লাভ হয়নি। তবে এই স্কুল কবে খুলবে আর এখানে নতুন করে শিক্ষক-শিক্ষিকা আসবে তা কারোর কাছে উত্তর নেই। শিক্ষা দফতরে ডেপুটেশন পর্যন্ত দিয়েছেন। জানা গিয়েছে,নয়াগ্ৰাম ব্লকের চাঁদাবিলা অঞ্চলের ভালুক গাজড়ী গ্রামে কোন স্কুল না থাকায় প্রথম থেকেই গ্রামের পড়ুয়াদের দুরের স্কুলে পড়তে যেতে হত। সমস্যা অনুধাবন করে গ্রামবাসীরা শিক্ষা দফতরে দাবি জানান গ্রামে স্কুল তৈরির জন্য। সেই মতো ২০১৭ সালে চালু হয় ভালুক গাজড়ী প্রাথমিক বিদ্যালয়। নিয়োগ পান এক শিক্ষিকা।শিক্ষা দফতর থেকে স্কুলের নামে টাকা অনুমোদন হওয়ায় বিল্ডিং সহ যাবতীয় পরিকাঠামো তৈরি হয়। কিন্তু প্রায় দু’বছর আগে বদলি নেন স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা।সেই থেকেই প্রায় ২ বছরের বেশি সময় বন্ধ ভালুক গাজড়ী প্রাথমিক বিদ্যালয়। বর্তমান স্কুল বন্ধ থাকায় ছেলেমেয়েরা নিরবে বঞ্চিত হচ্ছেন শিক্ষার অধিকার থেকে।তাই দ্রুত স্কুল খোলার দাবি জানিয়েছেন ভালুক গাজড়ী গ্রামের বাসিন্দারা।