Chandrayaan 3 Landing: টিম গগনযানেও থাকবেন জলপাইগুড়ির কৌশিক!

Chandrayaan 3 Landing: টিম গগনযানেও থাকবেন জলপাইগুড়ির কৌশিক!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 24, 2023 | 4:00 PM

বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিট। চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরন ল্যান্ডার বিক্রমের। এই সময় গোটা দেশের মানুষের চোখ যখন টেলিভিশনের পর্দায়। ঠিক সেই সময় ইস্রোর সদর দপ্তরে দেশের তাবর তাবর বিজ্ঞানীদের মুখের পাশে ভেসে উঠলো জলপাইগুড়ি বর্ধিত মোহন্ত পাড়ার বাসিন্দা গোলাপি শার্ট পরা এক যুবকের মুখ। যার নাম কৌশিক নাগ।

বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিট। চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরন ল্যান্ডার বিক্রমের। এই সময় গোটা দেশের মানুষের চোখ যখন টেলিভিশনের পর্দায়। ঠিক সেই সময় ইস্রোর সদর দপ্তরে দেশের তাবর তাবর বিজ্ঞানীদের মুখের পাশে ভেসে উঠলো জলপাইগুড়ি বর্ধিত মোহন্ত পাড়ার বাসিন্দা গোলাপি শার্ট পরা এক যুবকের মুখ। যার নাম কৌশিক নাগ। মুহূর্তে সেই দৃশ্যের স্কিন শট ভাইরাল হয়ে যায় শহরে। খবর ছড়িয়ে পড়তেই কৌশিকের বাড়িতে ভিড় জমতে থাকে।ছুটে যান স্থানীয় কাউন্সিলর। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে টিম নিয়ে ছুটে আসেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আই সি অর্ঘ্য সরকার। ফুল মিষ্টি দিয়ে অভিনন্দন জানিয়ে যান রত্নগর্ভা মা সোনালী নাগকে। কৌশিক জলপাইগুড়ি শহর সংলগ্ন হোলি চাইল্ড নামক বেসরকারী ইংরাজি মাধ্যম বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ২০১১ সালে। এরপর জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পাশ করে ২০১৮ সালে যোগদান করেন দেশের মহাকাশ গবেষণা সংস্থায়। এর আগে, ২০১৯ সালে চন্দ্রযান-২ এরও সদস্য ছিলেন কৌশিক। তবে সেবারে অল্পের জন্য ফস্কেছিল লক্ষ্য। কিন্তু এবার তা হয়নি। সংবর্ধনা জানাবার পর আই সি কোতোয়ালি অর্ঘ্য সরকার বলেন জেলা বাসী হিসেবে আজ আমরা সত্যিই খুব গর্বিত। কারন আমরা জলপাইগুড়ি শহরে কৌশিকের মতো একজন বিজ্ঞানীকে পেয়েছি। যে চন্দ্র যান টিমে ছিলো। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। মা সোনালী নাগ বলেন চন্দ্র যানের সফল অবতরনের পর আজ সত্যিই খুব আনন্দ হচ্ছে। সন্ধ্যার পর থেকে সোমানে শুভেচ্ছা বার্তা আসছে। এতে আমরা আপ্লুত। ছেলে এর আগে চন্দ্র যান ২ এর প্রজেক্টে ছিলো। কিন্তু সেইসময় সফল অবতরন হয়নি। কিন্তু সেইসময় যেইসব খামতি ছিলো এবার তা পূরন করেছে আমাদের বিজ্ঞানীরা। সেই টিমে আমার ছেলেও রয়েছে। ছেলের এখানেই শেষ নয় এবার গনন যান প্রজেক্টের টিমেও রয়েছে।