Netaji Bridge Inauguration On Independence Day: স্বাধীনতা দিবসে নতুন ব্রিজ

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 15, 2023 | 6:01 PM

স্বাধীনতা দিবসের দিনে নেতাজি ব্রিজের পথ চলা শুরু। মুর্শিদাবাদের ফরাক্কা এনটিপিসি পক্ষ থেকে ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে এই ব্রিজ চালু করা হয়। প্রায় ৭৫ কোটি টাকা বেয়ে করে এনটিপিসি'র এই ব্রীজ নির্মাণ করে বলে জানাযায়।

স্বাধীনতা দিবসের দিনে নেতাজি ব্রিজের পথ চলা শুরু। মুর্শিদাবাদের ফরাক্কা এনটিপিসি পক্ষ থেকে ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে এই ব্রিজ চালু করা হয়। ফরাক্কা এনটিপিসি জনসংযোগ আধিকারিক আনাম বুখারি প্রেস নোটে জানান, ফীডার ক্যানালের উপর ফিল্ড হোস্টেল সংলগ্ন কেদারনাথ ব্রীজের দক্ষিণে লাগোয়া ‘নেতাজী সেতু’ নামাঙ্কিত নবনির্মিত দুই লেন বিশিষ্ট ব্রীজ মঙ্গলবার স্বাধীনতার ৭৭-তম দিবসে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো। প্রায় ৭৫ কোটি টাকা বেয়ে করে এনটিপিসি’র এই ব্রীজ নির্মাণ করে বলে জানাযায়। উল্লেখ, ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ ফীডার ক্যানালের পশ্চিম পাড়ের মানুষদের যাতায়াতের জন্য কেদারনাথ ব্রীজ করা হয়। এনটিপিসি ও অম্বুজা সিমেন্টের বিপুল পণ্য পরিবহনের চাপে জীর্ণ হয়ে পড়ে কেদারনাথ ব্রীজ। কেদারনাথ ব্রীজের উপর চাপ কমাতে নেতাজী ব্রীজ তৈরী করে এনটিপিসি। এর ফলে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সাথে সড়কপথে যোগাযোগ মসৃণ হবে। কেদারনাথ ব্রীজের উপর অহেতুক যানযট, যাত্রাবিরতি থেকে পশ্চিমপাড়ের মানুষ রেহাই পাবেন। সুগম হবে মানুষের যাতায়াত। এই ব্রীজ নির্মাণ করে এনটিপিসি তার সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিলেন। এই ব্রিজ চালু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।