Independence Day News: স্কুল পেল ওরা...

Independence Day News: স্কুল পেল ওরা…

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 15, 2023 | 5:41 PM

বহু প্রতীক্ষার অবসান। বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে ৭৭তম স্বাধীনতা দিবসে মুক্ত শিক্ষাঙ্গন পেল ছাত্রছাত্রীরা। দুর্বার মহিলা সংগঠনের বহুদিনের দাবি ছিল তাদের ছেলেমেয়েরা বাইরের পরিবেশে গিয়ে পড়াশুনা করতে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে সম্মুখীন হয়।

বহু প্রতীক্ষার অবসান। বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে ৭৭তম স্বাধীনতা দিবসে মুক্ত শিক্ষাঙ্গন পেল ছাত্রছাত্রীরা। দুর্বার মহিলা সংগঠনের বহুদিনের দাবি ছিল তাদের ছেলেমেয়েরা বাইরের পরিবেশে গিয়ে পড়াশুনা করতে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে সম্মুখীন হয়। তাদের দাবি ছিল, রাজ্যের মধ্যে সোনাগাছির পর বসিরহাটের মাটিয়া দুর্বার সংগঠন সবচেয়ে বড়। যেখানে এক হাজারেরও বেশি দুর্বার মহিলা সদস্য রয়েছে। প্রত্যেকে দৈনন্দিন জীবনে রুজি রোজগার করতে যখন পরিশ্রম করেন। সেই সময় তাদের ছেলে মেয়েদের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। তারা দাবি করে আসছিল তাদের সন্তানদের জন্য যেন সঠিক পড়াশোনার ব্যবস্থা করা হয়। সেই দাবি মতো বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর জবি থমাস কে., অতিরিক্ত পুলিশ সুপার সৌতম ব্যানার্জি, বাদুড়িয়ার এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র ও মাটিয়া থানার পুলিশ আধিকারিক তাপস ঘোষ সহ একাধিক পুলিশ আধিকারিক। পাশাপাশি বসিরহাটের বিশিষ্ট সমাজসেবী সরোজ বন্দ্যোপাধ্যায়, বসিরহাট এক নম্বর ব্লকের বিডিও জয়দেব চক্রবর্তী ও বসিরহাট ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মন্ডল সহ বিশিষ্টজনরা। আজ স্বাধীনতার দিন সেই সব ছেলে মেয়েরা যাতে স্বাধীনভাবে পড়াশোনা করে অন্য পাঁচটা স্কুল পড়ুয়ার মত মুক্ত মনের শিক্ষা গ্রহণ করতে পারে। তাদের স্বপ্ন আগামী দিনে শিক্ষার আলোর পথের দিশারী হতে পারে তাই জন্য তাদের এই উদ্যোগ জানালেন প্রশাসনিক কর্তারা। একদিকে এই স্কুলে থাকবে এ কোন ক্লাস পড়াশুনোর মাঝে বিভিন্ন খেলার সরঞ্জাম নিয়ে তাদের প্রতিভা অর্জন করে বাংলা তথা দেশের নাম উজ্জ্বল করতে যাতে অসুবিধা নাই তার জন্য তাদের এই উদ্যোগ। এখানে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত চালু হবে।, এখন এক বছর থেকে ৫ বছর পর্যন্ত পড়াশুনা হবে, আজকে স্বাধীনতা দিবসে মুক্ত স্বাধীন শিক্ষা শুরু করে তাদের ছেলেমেয়েরা।