My India My LiFE Goals: গাছ লাগান, পরিবেশ রক্ষা করুন

My India My LiFE Goals: গাছ লাগান, পরিবেশ রক্ষা করুন

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Aug 08, 2023 | 8:59 PM

গাছ লাগান, পরিবেশ রক্ষা করুন। গাছ থেকে নির্গত অক্সিজেন আমাদের শ্বাস নেওয়ার মতো পরিবেশ তৈরি করে। গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে বায়ুদূষণ কম করতে সাহায্য করে।

গাছ লাগান, পরিবেশ রক্ষা করুন। গাছ থেকে নির্গত অক্সিজেন আমাদের শ্বাস নেওয়ার মতো পরিবেশ তৈরি করে। গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে বায়ুদূষণ কম করতে সাহায্য করে। মাটির সঙ্গে জলকে বেঁধে জল সংরক্ষণেও সাহায্য করে গাছ। শব্দ দূষণও রোধ করতে সাহায্য করে গাছ। বন্যপ্রাণ সংরক্ষণেও গাছ সাহায্য করে। জলবায়ু নিয়ন্ত্রণ করে পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণে গাছ সাহায্য করে। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতেও গাছ সাহায্য করে।