My India My LiFE Goals: প্রায় ৯ বছর ধরে গঙ্গা পরিষ্কারের অভিযান চালাচ্ছেন রাজেশ শুক্লা
গঙ্গার পাড়ে জমা হওয়া সব নোংরা একটা জায়গায় জমা করে ডাস্টবিনে ফেলার ব্যবস্থা করি। আমার গোটা টিমের সঙ্গে রোজ প্রায় তিন ঘণ্টা মা গঙ্গার পাড়ে থাকি, আরতি করি আর মানুষকে এই পাড় নোংরা না করা জন্য সচেতন করি। এটা আমাদের রোজের কাজ।
ভোরবেলা প্রায় ৫টার সময় আমি আমার স্কুটারটাকে নিয়ে বেরিয়ে পড়ি। গঙ্গার পাড়ে জমা হওয়া সব নোংরা একটা জায়গায় জমা করে ডাস্টবিনে ফেলার ব্যবস্থা করি। আমার গোটা টিমের সঙ্গে রোজ প্রায় তিন ঘণ্টা মা গঙ্গার পাড়ে থাকি, আরতি করি আর মানুষকে এই পাড় নোংরা না করা জন্য সচেতন করি। এটা আমাদের রোজের কাজ। লোকেদের বোঝাই আমরা যে, গঙ্গার পাড়ে ফেলা এই পলিথিন-কাপড়-সামগ্রী এগুলো গঙ্গার জন্য ক্ষতিকর। এগুলো করা উচিত না, গঙ্গায় এগুলো ফেলা ঠিক না। আমাদের দেশ আজাদি কা অমৃত মহোৎসব পালন করছে, এই মহোৎসব আমাদের শেখায় যে আমরা একত্রিত হয়ে পরিবেশ রক্ষায় লড়তে পারি। একসঙ্গে এই কাজটা করতে পারলে আমাদের পরিবেশ ভাল থাকবে আর আমাদের দেশও আরোগ্য ভারতের দিকে এগিয়ে যাবে- রাজেশ শুক্লা
Latest Videos