My India My LiFE Goals: বৃক্ষ মাতা নামেই পরিচিত সালুমারাদা থিমাক্কা
সব প্রোটোকল ভেঙে যাঁর আর্শীবাদ নিয়ে স্বয়ং রাষ্ট্রপতিও ধন্য হয়েছেন। ইনি সালুমারাদা থিমাক্কা, যাঁকে ভালবেসে মানুষ বৃক্ষ মাতা হিসেবেও চেনে। চল্লিশ পেরিয়ে গিয়েও যখন কোনও সন্তান তাঁর হয়নি, তখন তাঁকে সমাজ থেকে অনেক খারাপ কথা শুনতে হয়েছে। সেইসময় তিনি আত্মহত্যা করার কথাও ভেবেছিলেন
বয়স ১১২ বছর। আর ইনি জীবনের ৬৫ বছর শুধু গাছ লাগানোয় সমর্পণ করে গিয়েছেন। সব প্রোটোকল ভেঙে যাঁর আর্শীবাদ নিয়ে স্বয়ং রাষ্ট্রপতিও ধন্য হয়েছেন। ইনি সালুমারাদা থিমাক্কা, যাঁকে ভালবেসে মানুষ বৃক্ষ মাতা হিসেবেও চেনে। চল্লিশ পেরিয়ে গিয়েও যখন কোনও সন্তান তাঁর হয়নি, তখন তাঁকে সমাজ থেকে অনেক খারাপ কথা শুনতে হয়েছে। সেইসময় তিনি আত্মহত্যা করার কথাও ভেবেছিলেন। কিন্তু তাঁর স্বামীর সহায়তায় তিনি গাছ লাগানোর মাধ্যমে জীবনের একটা অন্য দিক খুঁজে পান। গাছেদের তিনি সন্তানসম ভালবাসা দিয়ে বড় করেন। ২০১৯ সালে কর্নাটকে হাজার হাজার গাছ লাগানোর জন্য তাঁকে পদ্মশ্রী দিয়ে সম্মানিত করা হয়। আজাদি কা অমৃৎমহোসব অঙ্গীকারের এক অসাধারণ উদাহরণ আম্মা।