Chandrayaan 3 Landing: সুহাস স্বপ্নে মালদা

Chandrayaan 3 Landing: সুহাস স্বপ্নে মালদা

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 24, 2023 | 6:52 PM

চাঁদে কি জল আছে, বরফ? হিলিয়াম গ্যাস? কাল থেকেই চলছে এসবই কথা। বাড়ির ছেলে যে ইসরোর সিনিয়র সাইন্টিস্ট। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে কেটেছে সারাদিন মালদার ১ নম্বর গভর্মেন্ট কলোনির মুখার্জি পরিবার।

চাঁদে কি জল আছে, বরফ? হিলিয়াম গ্যাস? কাল থেকেই চলছে এসবই কথা। বাড়ির ছেলে যে ইসরোর সিনিয়র সাইন্টিস্ট। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে কেটেছে সারাদিন মালদার ১ নম্বর গভর্মেন্ট কলোনির মুখার্জি পরিবার। সুহাস মুখার্জি মালদার সাদামাটা বাংলা মাধ্যম স্কুল ললিতমোহন স্কুলে পড়াশোনা, মাধ্যমিক। পরে জেলা স্কুল থেকে উচ্চমাধ্যমিক। জয়েন্টে পাশ করে হলদিয়া থেকে ইঞ্জিনিয়ারিং। ব্যাঙ্গালোর থেকে এমটেক। ইসরোতে বৈজ্ঞানিক হিসেবে কাজ ১০ বছর ধরে। তিনবার জাতীয় পুরস্কার শ্রেষ্ঠ কাজের জন্য। চন্দ্রযান ৩ এর জ্বালানি, প্রজেক্ট ডিজাইনিং আর কন্ট্রোলিং এর গুরু দায়িত্ব সুহাসের কাঁধে ছিল। তাই চরম ব্যস্ততা। টানা তিন দিন কথা হয়নি। মিশন সফল হতেই আনন্দে আপ্লুত সুহাস সবার আগে বাড়িতেই ফোন করেছে। কথা হয়েছে মা আর দুই দিদির সাথে। মা বলছেন বিজ্ঞানী হলে কি হবে নিয়মিত পুজো পাঠ করে ছেলে। রোজ গিতা উপনিষদ পড়ে। পুজো না করে অফিস যায় না। দিদিদের সুহাস জানিয়েছে চন্দ্রযান থেকে পাওয়া বিভিন্ন তথ্যের কথা। আগামীতে আদিত্য মিশন আর গগনযান এর ক্ষেত্রেও সেই গুরু দায়িত্ব নিয়েই থাকছে মালদার সুহাস। যাঁর লেখা কবিতা, আঁকা ছবি নিয়ে গর্বিত হত দিদিরা আজ বৈজ্ঞানিক ভাইয়ের জন্যে আরও গর্বিত তাঁরা।