My India My LiFE Goal: My India My LiFE Goal: পরিবেশ রক্ষার্থে বাড়ি বাড়ি গিয়ে প্লাস্টিক সংগ্রহ করেন রাজস্থানের এই ব্যক্তি
প্লাস্টিক নিয়ে আমি সবার প্রথম যে কাজটা শুরু করি সেটা হল, আপনার বাড়িতে আসা সিঙ্গল ইউজ় প্লাস্টিক, তা সে চিপস, দুধ, ক্যারিব্যাগ বা কাপ হোক বা তেল বা জলের পাউচ, সেগুলো সব বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা শুরু করি। প্রতি মাসে এই সংগ্রহের স্কিমও চেঞ্জ করি। কখনও বলি আমায় ১ কেজি প্লাস্টিক দিন বদলে আকর্ষণীয় গিফট নিয়ে যান।
প্লাস্টিক এই পৃথিবীর সবথেকে বড় শত্রু, যাকে আমরা বাড়িতে লালন-পালন করি। নমস্কার, আমার নাম কানা রাম মেওয়ারা। লোকে আমায় কাঞ্জি চাওয়ালা বলেই চেনে। আজ বিশ্বে, আমাদের ভারতে বড় বড় প্লাস্টিকের পাহাড় তৈরি হচ্ছে। যেখানে সরকার বা নগরপালের পক্ষ থেকে পরিস্কার-পরিচ্ছন্ন করা হলেও কোনও লাভ হচ্ছে না। প্লাস্টিক নিয়ে আমি সবার প্রথম যে কাজটা শুরু করি সেটা হল, আপনার বাড়িতে আসা সিঙ্গল ইউজ় প্লাস্টিক, তা সে চিপস, দুধ, ক্যারিব্যাগ বা কাপ হোক বা তেল বা জলের পাউচ, সেগুলো সব বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা শুরু করি। প্রতি মাসে এই সংগ্রহের স্কিমও চেঞ্জ করি। কখনও বলি আমায় ১ কেজি প্লাস্টিক দিন বদলে আকর্ষণীয় গিফট নিয়ে যান। প্রতি মাসে আমার কাছে ২০০ কেজিরও বেশি প্লাস্টিক জমা হয়। ধীরে ধীরে এর পরিমাণ বেড়েই চলেছে। লোকে এসে আমায় প্লাস্টিক দিয়ে যায়, আমি আমার মতো করে পরিষ্কার করি। মানুষ এখন পরিবেশের কথা ভেবে প্লাস্টিক বাইরে ফেলে না। আজাদি কি অমৃত মহোৎসব চলছে, দেশ স্বাধীন হয়েছে ৭৫ বছর হয়ে গেল। এগিয়ে আসুন আর এই দেশকে আরও সুন্দর করে তুলুন- কানা রাম মেওয়ারা, পরিবেশ কর্মী