Hot Weather In America: হু হু করে পারদ চড়ছে আমেরিকায়!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jul 29, 2023 | 5:45 PM

রাষ্ট্রসংঘের দাবি,অতিরিক্ত তাপমাত্রার জন্য আমেরিকার দক্ষিণাঞ্চলে বসবাস করা যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্র সব থেকে উষ্ণ সপ্তাহের রেকর্ড রেকর্ড গড়েছে। রাষ্ট্রসংঘের দাবি, এখনই যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হয়, বিপদ আরও বাড়বে। ভূতত্ববিদরা জানান,আগামী ৫০ বছরের মধ্যে আমেরিকার দক্ষিণাঞ্চল বসবাসের অযোগ্য হতে পারে

গরম ক্রমশ বেড়েই চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র,ইউরোপ ও চিনে গরমে পুড়ছে মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্রের তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ১০-২০ ডিগ্রি ফারেনহাইট বেশি। রাষ্ট্রসংঘের দাবি,অতিরিক্ত তাপমাত্রার জন্য আমেরিকার দক্ষিণাঞ্চলে বসবাস করা যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্র সব থেকে উষ্ণ সপ্তাহের রেকর্ড রেকর্ড গড়েছে। রাষ্ট্রসংঘের দাবি, এখনই যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হয়, বিপদ আরও বাড়বে। ভূতত্ববিদরা জানান,আগামী ৫০ বছরের মধ্যে আমেরিকার দক্ষিণাঞ্চল বসবাসের অযোগ্য হতে পারে। সারা বিশ্ব বিগত কিছুদিন ধরে জলবায়ুর খামখেয়ালিপনা দেখেছে। বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে বন্যা ও মাত্রাতিরিক্ত গরম। ৪ জুলাই তীব্র তাপপ্রবাহ দেখা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে। ভূতত্ববিদরা জানান, জর্জিয়া,ক্যালিফোর্নিয়া ও আলাবামা অঞ্চলের মানুষেরা সমস্যায় পড়বে। এমনকি ২০৭০ সালের মধ্যে সেখানে বসবাস করা সম্ভব হবে না বলে জানাচ্ছেন ভূতত্ববিদরা। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, ওই এলাকাগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে।