Bangaon News: স্বাধীনতা দিবস পালন হয়নি, তাই…
উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের কালুপুর গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ জিয়ালা এফ পি বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিদ্যালয়ের সামনেই ক্ষোভ প্রকাশ গ্রামবাসীদের। স্থানীয় সূত্রে খবর, গতকাল স্বাধীনতা দিবস উদযাপিত হয়নি এই বিদ্যালয়ে।
উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের কালুপুর গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ জিয়ালা এফ পি বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিদ্যালয়ের সামনেই ক্ষোভ প্রকাশ গ্রামবাসীদের। স্থানীয় সূত্রে খবর, গতকাল স্বাধীনতা দিবস উদযাপিত হয়নি এই বিদ্যালয়ে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সকাল ৬ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত দাঁড়িয়ে থাকলেও বিদ্যালয়ের কোন শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ে আসেনি, ফলে স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন হয়নি এই বিদ্যালয়ে, উদযাপন হয়নি স্বাধীনতা দিবস। এই ঘটনার পরেই ক্ষুব্ধ গ্রামবাসীরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন। বুধবার বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পরীক্ষা ছিল। বিদ্যালয়ের এক সহ-শিক্ষিকা বিদ্যালয়ে প্রবেশ করতেই তাকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করতে থাকেন স্থানীও গ্রামবাসীরা। বিদ্যালয় তালাবন্ধ থাকায় বিদ্যালয়ে প্রবেশ করতে পারেনি ওই শিক্ষিকা, বন্ধ পরীক্ষা। স্থানীয়দের আরো অভিযোগ এই বিদ্যালয়ে সঠিকভাবে পঠন-পাঠন হয় না। শিক্ষক-শিক্ষিকা সঠিক সময় মত স্কুলে আসে না, ছাত্র-ছাত্রীদের দিয়ে বিদ্যালয়ের যাবতীয় কাজকর্ম করায়। অভিভাবকরা চাইছেন গতকাল কেন বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন হলো না তার সঠিক বিচার হোক।