Viral Video: গাড়ির উপরে হঠাৎই বজ্রপাত, মুহূর্তে দাউদাউ করে জ্বলে উঠল, বরাতজোরে বাঁচলেন চালক ও যাত্রীরা

TV9 Bangla Digital | Edited By: Sayantan Mukherjee

Aug 23, 2023 | 6:16 PM

Viral Video Today: ওই গাড়িচালক খুব দ্রুত বুঝে যান যে, তাঁর গাড়ির উপরে কিছু একটা এসে পড়ার ফলে আগুন ধরেছে। তৎক্ষণাৎ তিনি গাড়ি থেকে নেমে যান। গাড়িতে অন্য আরও যে সব যাত্রীরা ছিলেন, নেমে আসেন তাঁরাও। লোকালয়ে থাকা অন্যান্য মানুষজনও ওই গাড়ির চালক ও যাত্রীদের বাঁচাতে ছুটে আসেন।

Viral Video: গাড়ির উপরে হঠাৎই বজ্রপাত, মুহূর্তে দাউদাউ করে জ্বলে উঠল, বরাতজোরে বাঁচলেন চালক ও যাত্রীরা
ভয়ঙ্কর ঘটনা।

Follow Us

Latest Viral Video: দুর্ঘটনা, যখন-তখন যে কোনও সময় ঘটতে পারে। আর তাই তা দুর্ঘটনা। দুর্ঘটনা কখনও বলে-কয়ে আসে না। কিন্তু তা বলে তো আর আমরা বাড়িতে হাত-পা গুটিয়ে বসে থাকতে পারি না। সম্প্রতি একটি ভিডিয়োতে পরিষ্কার হয়ে গিয়েছে, বিপদ কীভাবে মানুষের পিছু-পিছু এসে দুর্ঘটনার কবলে ফেলতে পারে। ভিডিয়োতে দেখা গিয়েছে, একটা গাড়ির উপরে বজ্রপাত হওয়ার ফলে কীভাবে তা দুর্ঘটনার শিকার হয়। আগুলের ঝলকানি সরাসরি ওই গাড়ির উপরে পড়ার পর তা থেকে দাউ দাউ করে ধোঁয়া বেরোতে থাকে। ভাগ্যবশত, গাড়ির ভিতরে থাকা ব্যক্তিরা বেরিয়ে আসেন এবং তাতে প্রাণে বাঁচেন তাঁরা।

টুইটারে @OTerrifying নামক একটি হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে দেখা গেল, হঠাৎই একটি গাড়ির উপরে সরাসরি বজ্রপাত হল। খুব স্বাভাবিক ভাবেই তাতে আগুন ধরে যায় এবং গাড়িটি থেকে ধোঁয়া বেরোতে থাকে। ব্যস্ততম একটি রাস্তাতেই ঘটনাটি ঘটে। গাড়িটিতে এভাবে বজ্রপাত হওয়ার ফলে ওই রাস্তার অন্যান্য গাড়িগুলি দাঁড়িয়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়।


তবে ওই গাড়িচালক খুব দ্রুত বুঝে যান যে, তাঁর গাড়ির উপরে কিছু একটা এসে পড়ার ফলে আগুন ধরেছে। তৎক্ষণাৎ তিনি গাড়ি থেকে নেমে যান। গাড়িতে অন্য আরও যে সব যাত্রীরা ছিলেন, নেমে আসেন তাঁরাও। লোকালয়ে থাকা অন্যান্য মানুষজনও ওই গাড়ির চালক ও যাত্রীদের বাঁচাতে ছুটে আসেন।

ভয়ানক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। খুব অল্প সময়ের মধ্যেই ভিডিয়োর ভিউ 35 লক্ষের বেশি ছাপিয়ে যায়। বহু মানুষ মন্তব্য করেছেন ভিডিয়োটি দেখার পরে। একজন বললেন, ‘এর থেকে ভয়ের আর কী-ই বা থাকতে পারে!’ দ্বিতীয় জনের বক্তব্য, ‘গাড়িতে যে ভাবে বজ্রপাত হল, তাতে আমি সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম।’

Next Article