Latest Viral Video: প্যারেন্ট-টিচার মিটিং বা PTM নিয়ে সন্তানদের থেকেও বেশি বুক দুরুদুরু অবস্থা হয় অভিভাবকদের। সন্তানের শিক্ষার অগ্রগতি, আচরণ এবং স্কুলে সেই বাচ্চার সামগ্রিক কর্মক্ষমতা নিয়ে আলোচনা করার জন্য শিক্ষকদের সঙ্গে দেখা করেন অভিভাবকরা। সন্তানকে নিয়ে তাঁদের একরাশ চিন্তা, পড়াশোনা ও সর্বোপরি কেরিয়ার নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করার জন্য সবথেকে ভাল সুযোগ পাওয়া যায় একটা প্যারেন্ট টিচার মিটিংয়েই।
কিন্তু শিক্ষকরা কী অভিযোগ জানাতে পারেন, সন্তান স্কুলে গিয়ে কী দুষ্টুমি করে এসেছে, প্যারেন্ট টিচার মিটিংয়ে যোগ দেওয়ার আগে মা-বাবার মনে এসব নিয়ে একটু চিন্তা থেকেই যায়। একটি বাচ্চা সে বিষয়ে তার মা-বাবাকে কোচিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, ছোট্ট ছেলেটি তার বাবাকে ট্রেনিং দিচ্ছে স্কুলে গিয়ে শিক্ষকের সামনে কী বলা উচিত, সেই বিষয় নিয়ে।
বাচ্চাটা প্রথমে তার বাবাকে বলে, ‘তোমাকে স্কুলে গিয়ে বলতে হবে, আমি স্কুল থেকে বাড়ি ফিরে এক থালা খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি।’ তখন তার বাবা তাকে বাধা দিয়ে বলে, ‘কিন্তু তুমি তো কুকিজ় থাও, একগাদা মাঞ্চিজ়ও খাও।’ তখন ছেলে তার বাবাকে থামিয়ে বলে, ‘না… তোমাকে এসব উল্লেখ করতে হবে না।’ তখন তার বাবা মজা করে বলে ওঠে, ‘কেন, আমি মিথ্যা বলতে যাবো কেন?’
যে ভাবে ওই শিশু তার বাবার সঙ্গে কথা বলছিল, নির্দেশ দিচ্ছিল, তাতে তার প্রতিভা ফুটে উঠছিল যেন। সে যে কতটা বুদ্ধিমান, কী বললে শিক্ষক সন্তুষ্ট হতে পারেন, তা-ও যেন তার কাছে পরিষ্কার। সেরকম ভাবেই সে তার বাবাকে কোচিংও দিচ্ছিল। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ছোট্ট শিশুর কাণ্ড-কারখানা দেখে নেটিজ়েনরা মুগ্ধ হয়েছেন। অনেকেই বাচ্চাটিকে ‘কিউট’ বলেছেন। কেউ আবার বলেছেন, ‘কী বুদ্ধিমান মিষ্টি ছেলেটা।’