Latest Viral Video: টিকিট কাটতে গিয়ে রেলস্টেশনে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। আজকাল এমন এক পরিষেবা ভারতীয় রেলে যুক্ত হয়েছে, যার দ্বারা মেশিনে ক্লিক করে মাত্র কয়েক সেকেন্ডে মানুষ হাতে টিকিট পেয়ে যান। কিন্তু সেখানেও তে সেই লম্বা লাইন। তবে অনেক রেলস্টেশনে কিছু মানুষ থাকেন, যাঁরা দ্রুততার সঙ্গে অন্যদের জন্য টিকিট কেটে দেন, এই ঝক্কি থেকে মুক্তি দেন। সম্প্রতি একটি ভিডিয়োতে সেরকমই এক ব্যক্তির দেখা মিলেছে, যিনি ঝড়ের গতিতে একের পর এক টিকিট বুক করে চলেছেন। ব্যক্তির হাতে এতটাই স্পিড, যা দেখে নেটিজ়েনদের চোখ কপালে উঠেছে।
মানুষটার বয়স যে খুব কম, এমনটা নয়। তবে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনটি নিয়ন্ত্রণ করতে তিনি এতটাই পারদর্শী, হার মানাতে পারেন তাঁর থেকে কম বয়সী যে কাউকেই। মেশিনে নিজের হাতের আঙুলের একটা জাস্ট ছোঁয়া দিচ্ছেন, তারপরই শুরু হয়ে যাচ্ছে বিদ্যুৎ গতি। চোখের পলকে পরতে না পরতেই একের পর এক টিকিট বুক করে চলেছেন তিনি। একটা টিকিট কাটার সময়ের হিসেব করলে তা হয়তো তিন সেকেন্ড বা তারও কম। একটা করে বুক করছেন, আর একজন যাত্রীর হাতে তা তুলে দিচ্ছেন। তারপর পাশের যাত্রীকে এগিয়ে আসতে বলতেই নেক্সট আওয়াজ শোনা যায়।
anbukowsi123 নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘তামিলনাড়ুর দ্রুততম ট্রেন বুকিং কাউন্টার।’ ভিডিয়োটি পোস্ট হওয়ার পর থেকে এখনও পর্যন্ত 2 লাখেরও বেশি লাইক পেয়েছে। হাজার হাজার মানুষ এই ভিডিয়োটি শেয়ার করেছেন। শেয়ার, লাইক ও ভিউয়ের সংখ্যাগুলি ক্রমান্বয়ে বেড়েই চলেছে। ভাইরাল হওয়া ভিডিয়োতে ওই ব্যক্তি সাদা-নীল রঙের শার্ট এবং ধূসর রঙের প্যান্ট পরে আছেন। এতটাই দ্রুততার সঙ্গে যাত্রীদের জন্য টিকিট কেটে দিচ্ছিলেন, সকলে হাঁ হয়ে দেখছিলেন তা।
ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ব্যক্তির ভিডিয়ো। @MumbaiRailUsers নামে একটি টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে 29 জুন 2022 তারিখে পোস্ট করা হয়েছিল ভিডিয়ো, যা এখনও তাঁর অ্যাকাউন্টে পিন করা আছে। সেখানে ভিডিয়োর ক্যাপশনে বলা হয়েছিল, ‘ভারতীয় রেলওয়ের কোথাও এক ব্যক্তি দ্রুততার সঙ্গে 15 সেকেন্ডে তিনজন যাত্রীকে টিকিট দিচ্ছেন।’