আলিপুরদুয়ার ও কাটোয়া: বেহালার সৌরনীলের মৃত্যুর ক্ষত এখনও সারেনি বাংলার। এরইমধ্যে আরও তিন মর্মান্তিক মৃত্যু ঘটে গেল রাজ্যে। দুটি আলাদা পথ দুর্ঘটনায় (Road Accident) দুই বঙ্গে প্রাণ গেল ৩ শিশুর। কাটোয়ায় মোটর ভ্যানের নীচে চাপা পড়ে মৃত্যু হল ৫ বছরের শিশুর। ধর থেকে আলাদা হয়ে গেল পা। বুধবার বিকালে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে কাটোয়ার অগ্রদ্বীপে।
সূত্রের খবর, এদিন ঠাকুমার সঙ্গে এলাকাতেই একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল বছর পাঁচের চন্দন হালদার। ঠাকুমার হাত ধরেই বাড়ি ফিরছিল। পথেই একটি খড় বোঝাই মোটর ভ্যান পিষে দিয়ে চলে যায় চন্দনকে। গাড়িটির চাকায় কাটা পড়ার পরেও কিছু সময় দেহে প্রাণ ছিল শিশুটির। তড়িঘড়ি তাকে উদ্ধার করে কাটোয়া হাসপাতালে নিয়ে আসা হয়। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা চন্দনকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর থেকেই পলাতক ভ্যানটির চালক।
অন্যদিকে এদিনই আবার ট্রাক্টর নীচে চাপা পড়ে আলিপুরদুয়ারে মৃত্যু হল দুই শিশুর। দুজনেরই বয়স দশ বছরের আশেপাশে। সূত্রের খবর, এদিন একটি ট্রাক্টর রাঙালিবাজলার একটি নদীতে পরিষ্কারের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই ট্রাক্টরটিতে উঠে খেলতে শুরু করে তিন শিশুম এরই মধ্যে ট্রাক্টরটি উল্টে গেলে তাতে চাপা পড়ে দুজনের মৃত্যু হয়। সকলেই ওই এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। ঘটনায় শোকের ছায়া পরিবারে।