আলিপুরদুয়ার: ভাঙা টিন আর ছেড়া প্লাস্টিকের ছাউনি। এ ছিল বাড়ি। অথচ আবাস যোজনার তালিকায় নাম নেই সেই অসহায় দুই পরিবারের। তাঁদের পাকা ঘর তৈরি করে দিলেন বিজেপি বিধায়ক। আলিপুরদুয়ারের কালচিনিতে দুঃস্থদের পাশে দাঁড়ালেন বিধায়ক বিশাল লামা। গৃহহীন দুই অসহায় পরিবারকে নিজের বেতনের টাকা দিয়ে পাকা ঘর তৈরি করে দিলেন কালচিনি বিধায়ক বিশাল লামা।
কালচিনি ব্লকের ভাটপাড়া চা বাগানের বাসিন্দা সুজিতা মাহালি ও জুলি দর্জি এই দু’জনের অবস্থা আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। সংসারে নুন আনতে পানতা ফুরনোর মতো অবস্থা। এই দুই পরিবার জরাজীর্ণ ঘরে বসবাস করতেন। আদতে ঘর বললে ভুল হবে। প্লাস্টিক টাঙিয়ে মাচা আর তাতে ছাউনি দিয়ে বাস করতেন। কিন্ত আশ্চর্যের বিষয়, প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে তালিকায় তাঁদের নাম নেই।
কালচিনি বিধায়ক বিশাল লামা এই এলাকায় পরিদর্শনে যান কিছুদিন আগেই। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেই তিনি ওই পরিবারের কথা জানতে পারেন। ওই দুই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন বিধায়ক।
বিধায়ক আশ্বাস দিয়েছিলেন, ঘর তৈরি করে দেবেন। তবে তখনও তাঁরা ভাবতেও পারেননি বিধায়ক নিজের বেতনের টাকা থেকে তাঁদের ঘর বানিয়ে দেবেন। বিধায়ক বিশাল লামা নিজের বেতনের টাকা দিয়ে তিন মাসের মধ্যে এই দুই পরিবারকে পাকা ঘর তৈরি করে দিলেন। মাথার ওপর ছাদ পেয়ে স্বাভাবিকভাবেই খুশি দুই পরিবার।