আলিপুরদুয়ার: এবার আলিপুরদুয়ারে এক সমবায়ে আর্থিক তছরূপের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আলিপুরদুয়ার মহিলা সমবায় ঋণদান সমিতির বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছিল পুলিশ। কয়েকজনকে গ্রেফতারও করেছে। কিন্তু পুলিশি তদন্ত প্রক্রিয়ায় সন্তুষ্ট নন আমানতকারীরা। তাঁদের বক্তব্য, এখনও পর্যন্ত তাঁরা টাকা ফেরত পাননি। সেই নিয়েই বিষয়টি হাইকোর্টের সার্কিট বেঞ্চের নজরে আনেন আমানতকারীরা। বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে এদিন আমানতকারীরা হাইকোর্টের সার্কিট বেঞ্চে পিটিশন দাখিল করেন। সেই আবেদনের ভিত্তিতেই এদিন সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আলিপুরদুয়ারের এই সমবায় ঋণদান সমিতিতে প্রায় হাজার চারেক আমানতকারী রয়েছেন। অভিযোগ উঠছে, ২০২০ সালে এই সমবায় সমিতির দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁরা তহবিলের টাকা আত্মসাৎ করে নিয়েছেন। সমবায়ের বেশ কয়েকজন কর্ণধারের বিরুদ্ধে মোটা টাকার আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। সেই নিয়ে পুলিশের কাছে অভিযোগও জানানো হয়েছিল। শুরু হয় আন্দোলন। স্থানীয় এক সমাজসেবী রাতুল বিশ্বাসের নেতৃত্বে চলে এই আন্দোলন। আমানতকারীদের টাকা ফেরাতে উদ্যোগী হন তিনি। এলাকাবাসীদের আন্দোলনের জেরে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের তালিকায় রয়েছেন সমবায় সমিতির তৎকালীন চেয়ারম্যান উপাসনা সেনগুপ্তও।
কিন্তু পুলিশি তদন্তের গতিতে সন্তুষ্ট নন আমানতকারীরা। তাঁদের বক্তব্য, সমবায় সমিতিতে আর্থিক তছরূপ করে তাঁদের গচ্ছিত টাকা সব আত্মসাৎ করে নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত আত্মসাৎ হওয়া টাকা ফিরে পাননি তাঁরা। এমন অবস্থায় তাই সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন আমানতকারীরা। শেষ পর্যন্ত এদিন হাইকোর্টের সার্কিট বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন।