বাঁকুড়া: শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল আজ। সেই কারণে ষাঁড়েশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালতে গিয়েছিলেন। কিন্তু ফেরার পথে পিকআপ ভ্যান উল্টে জখম হলেন কমপক্ষে ৩০ জন। এদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। আজ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার ধানগড়ার কাছে। আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শ্রাবণী মেলা উপলক্ষে বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের সুপ্রাচীন ষাঁড়েশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালতে গিয়েছিলেন ৪০ পুণ্যার্থী। ওন্দা ব্লকের রানিখামারের বাসিন্দা তাঁরা। আজ সকালে শিবের মাথায় জল ঢেলে তাঁরা একটি পিক আপ ভ্যানে চড়ে নিজেদের গ্রাম রানিখামারে ফিরছিলেন।
সেই সময় পিক আপ ভ্যানটি ধানগড়্যার কাছাকাছি আসতেই আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। প্রথমে স্থানীয় বাসিন্দারা ও পরে খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।
আহত এক পুণ্যার্থী বলেন, “আমরা শিবের মাথায় জল ঢেলে বাড়ি যাব। গাড়িটা খুব জলে চলছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখ থুবড়ে পড়ে গেলে। এরপর আশপাশের লোকজন আমাদের উদ্ধার করে নিয়ে যায়।”