TMC Group Clash: বাদ গেল না ধর্নামঞ্চ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত কেন্দ্র বিরোধী কর্মসূচিতেও

Hirak Mukherjee | Edited By: অংশুমান গোস্বামী

Aug 07, 2023 | 5:45 AM

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তৃণমূলের ধর্ণা মঞ্চ নিমেষেই গোষ্ঠীর সংঘর্ষের চেহারা নিল বাঁকুড়ার খাতড়ায়। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হল ধর্না মঞ্চে অংশ নেওয়া দলেরই ব্লক সভাপতি সহ তাঁর ঘনিষ্ঠ কয়েকজনকে।

TMC Group Clash: বাদ গেল না ধর্নামঞ্চ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত কেন্দ্র বিরোধী কর্মসূচিতেও
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।
Image Credit source: TV9 Bangla

Follow Us

খাতড়া: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে রবিবার ব্লকে ব্লকে ধর্না কর্মসূচি পালন করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সেই কর্মসূচি ঘিরেও শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল। গড়িয়াহাটে গো ব্যাক স্লোগান শুনতে হল বাবুল সুপ্রিয়কে। অন্য দিকে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রীতিমতো মারামারি হল বাঁকুড়া জেলার খাতড়ায়। সেখানে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দলের ব্লক সভাপতি সহ বেশ কয়েকজনকে মারধরের অভিযোগ উঠল রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এই ঘটনায় তিন জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তৃণমূলের ধর্ণা মঞ্চ নিমেষেই গোষ্ঠীর সংঘর্ষের চেহারা নিল বাঁকুড়ার খাতড়ায়। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হল ধর্না মঞ্চে অংশ নেওয়া দলেরই ব্লক সভাপতি সহ তাঁর ঘনিষ্ঠ কয়েকজনকে। ঘটনায় তৃণমূলের ব্লক সভাপতি সহ আহত হয়েছেন তিন জন। এই ঘটনায় অভিযোগের তির রাজ্যের খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি ঘনিষ্ঠদের বিরুদ্ধে।

খাতড়ার করালি মোড়ে রীতিমতো মঞ্চ বেঁধে বেলা ১২টা নাগাদ শুরু হয় ধর্না। অভিযোগ, বেলা আড়াইটার আশপাশে জ্যোৎস্না মান্ডির ঘনিষ্ঠ কিছু তৃণমূল কর্মী আচমকাই ধর্না মঞ্চে চড়াও হয়। আক্রান্ত হতে পারেন বুঝতে পেরেই মঞ্চ ছেড়ে পাশের গলি দিয়ে ছুটে পালানোর চেষ্টা করেন তৃনমূলের খাতড়া ব্লকের সভাপতি সুব্রত মহাপাত্র। অভিযোগ হামলাকারীরা ব্লক সভাপতি সুব্রত মহাপাত্রকে তাড়া করে গলির ভেতরে ঢুকে রাস্তায় ফেলে মারধর করতে শুরু করে। আক্রান্ত হন সুব্রত মহাপাত্র ঘনিষ্ঠ আরও দুজন। পরে আহতদের উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ব্লক সভাপতির দাবি, সম্প্রতি খাতড়া ব্লকের অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা নিয়েই মন্ত্রী ঘনিষ্ঠদের সাথে তাঁর দ্বন্দের সূত্রপাত। তার জেরেই তাঁর উপর হামলা চালানো হয়েছে। গোটা ঘটনা নিয়ে মন্ত্রী জ্যোৎস্না মান্ডি বা তাঁর ঘনিষ্ঠদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Next Article