Died: আম কুড়োতে গিয়ে গাছ চাপা পড়ে মৃত্যু কিশোরীর, বাজ পড়েও নিহত ১

Hirak Mukherjee | Edited By: সায়নী জোয়ারদার

May 19, 2023 | 10:02 AM

Bankura: প্রবল দুর্যোগের মাঝে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের মালিয়াড়া গ্রামের অদূরে আম কুড়োতে গিয়েছিল ১২ বছর বয়সী শিল্পা সিংহ।

Died: আম কুড়োতে গিয়ে গাছ চাপা পড়ে মৃত্যু কিশোরীর, বাজ পড়েও নিহত ১
প্রতীকী চিত্র।

Follow Us

বাঁকুড়া: ফের গাছ পড়ে মৃত ১। বজ্রাঘাতে মৃত্যু হল আরও একজনের। বাঁকুড়ার ঘটনা। প্রবল ঝড় বৃষ্টির মধ্যে গাছ থেকে পড়া আম কুড়োতে গিয়েছিল এক কিশোরী। সেইসময়ই গাছ চাপা পড়ে মৃত্যু হয় তার। অন্যদিকে বাজ পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। বৃহস্পতিবার দিনভর প্রবল ভ্যাপসা গরমের পর বিকেল থেকে আকাশ কালো করে আসে। সন্ধ্যা নামার মুখে বাঁকুড়া জেলাজুড়ে ঝড় বৃষ্টি শুরু হয়। কোথাও, কোথাও শিলাবৃষ্টিও হয়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রবল দুর্যোগের মাঝে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের মালিয়াড়া গ্রামের অদূরে আম কুড়োতে গিয়েছিল ১২ বছর বয়সী শিল্পা সিংহ। সেই সময় ঝড়ের দাপটে একটি গাছ উল্টে চলে আসে। সেই গাছের তলায় চাপা পড়ে যায় শিল্পা। পরে তাকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সময় বাজ পড়ে হীরবাঁধের বাঁন্দসা গ্রামে গুরুতর জখম হয় বছর ১২-এর বাদল বাউরি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হীরবাঁধ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Next Article