Birbhum Crime: সম্পত্তিগত বিবাদের জেরে বাবা-ছেলেকে ‘কোপ’, পলাতক প্রতিবেশী

Himadri Mondal | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 04, 2023 | 12:29 PM

Birbhum Crime: জানা গিয়েছে , নুরুল হুদার সঙ্গে একটি জমি নিয়ে প্রতিবেশীদের দীর্ঘদিনের বিবাদ। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, মাঝে মধ্যে দুই পরিবারের মধ্যে অশান্তি হত। এমনকি এর আগেও মারপিটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

Birbhum Crime: সম্পত্তিগত বিবাদের জেরে বাবা-ছেলেকে কোপ, পলাতক প্রতিবেশী
বীরভূমে বাবা-ছেলেকে কোপানোর অভিযোগ

Follow Us

বীরভূম: সম্পত্তিগত বিবাদ ছিল দীর্ঘদিনের। ঝগড়া-বিবাদ মাঝেমধ্যেই লেগে থাকত। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় বাবা ও ছেলেকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের পাইকরের বর্ষাপুকুর এলাকায়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন
দুই ছেলে ও বাবা। তাঁদের বুকে, পিঠে, মাথায় গুরুতর ক্ষত তৈরি হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের নাম নুরুল , সেহরুল শেখ এবং সোহনুর শেখ। তাঁদের বাড়ি বীরভূমের পাইকর থানার লক্ষীডাঙা গ্রামে।

জানা গিয়েছে , নুরুল হুদার সঙ্গে একটি জমি নিয়ে প্রতিবেশীদের দীর্ঘদিনের বিবাদ। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, মাঝে মধ্যে দুই পরিবারের মধ্যে অশান্তি হত। এমনকি এর আগেও মারপিটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় আবারও একই ইস্যুতে দুই পরিবারের ঝগড়া শুরু হয়। পরে স্থানীয় বাসিন্দাদের মধ্যস্থতায় সেই বিবাদ মিটেও যায়। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে ধরে নেন তাঁরা। দু’পক্ষকেই তাঁদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার রাতে বর্ষাপুকুর এলাকায় নুরুল হোদা আসছিলেন। সেই সময় ধারাল অস্ত্র দিয়ে তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। বাবার ওপর হামলার খবর শুনে তাঁর দুই ছেলে সেহরুল ও সোহনুর ঘটনাস্থলে ছুটে যায়। অভিযোগ, তখন তাঁদেরকেও রাস্তায় ফেলে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপান হয়।

আক্রান্তের স্ত্রী বলেন, “আমাদের দুটো বাড়ি রয়েছে। আমাদের বাড়ির সামনে ওঁরা মদ খেয়ে বোতল ভাঙাভাঙি করছে। আমি প্রতিবাদ করেছিলাম, একটি জমির জন্য আক্রোশে মদের বোতল ভেঙে আমার স্বামীকে মারধর করা শুরু করে। ওই ভাঙা বোতল দিয়ে আঘাত করা হয়েছে।” ঘটনার পর থেকে পলাতক পুলিশ। অভিযুক্তরা পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Next Article