Birbhum: বোর্ড গঠনের আগেই কংগ্রেসের টিকিটে জিতে তৃণমূলে যোগ

Himadri Mondal | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 01, 2023 | 4:59 PM

Birbhum: মঙ্গলবারের যোগদান শিবিরের উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুরারই ১ ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য।

Birbhum: বোর্ড গঠনের আগেই কংগ্রেসের টিকিটে জিতে তৃণমূলে যোগ
বীরভূমে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ
Image Credit source: TV9 Bangla

Follow Us

বীরভূম: কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন চার জন কংগ্রেস বিজয়ী সদস্য। ঘটনাটি বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের কলহপুরে। সোমবার রাতে কলহপুর গ্রামে রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে গ্রহণ করেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

বোর্ড গঠনের আগেই দলবদল। কংগ্রেসের টিকিটে জিতে বীরভূমে তৃণমূলে যোগ দিলেন একাধিক জন। তাঁদের মধ্যে রয়েছেন রাজগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার বনরামপুর সংসদের হাকিমা বিবি, মোহনপুর সংসদের রেজিনা মার্ডি, আবদুল্লাপুর সংসদের রবিউল মণ্ডল এবং গোঁরসা গ্রাম পঞ্চায়েত এলাকার ডুরিয়া সংসদের কংগ্রেস সদস্যা সাবিত্রী সাহা। মঙ্গলবারের যোগদান শিবিরের উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুরারই ১ ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য।

দলে যোগ দিয়ে চার জন সদস্যের বক্তব্য, তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে চেয়ে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।  তাঁদের বক্তব্য, তৃণমূলে থাকা মানে মানুষের পাশে থাকা। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, “ওঁরা আসলে ভুল করেই কংগ্রেসের নমিনেশনে সই করেছিল। কিন্তু ওঁরা বুঝতে পারেন, কংগ্রেসে থেকে এলাকার উন্নয়ন সম্ভব নয়। তাই আজ তৃণমূলে যোগ দিল।” যদিও আবার কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে, ভয় দেখিয়ে দল বদল করানো হয়েছে।

Next Article