বীরভূম: ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের। বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হল বীরভূমের দুই শ্রমিকের। মৃতদের নাম আফিউদ্দিন সেখ ও ছোটু সেখ। তাঁদের বাড়ি বীরভূমের পাইকর থানার লক্ষ্মীডাঙ্গা গ্রামে। তাঁরা মুম্বইয়ের কান্দিভ্যালি এলাকায় একটি নির্মীয়মান বহুতলে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন।
সোমবার বিকেলে মুম্বইয়ের একটি বহুতলের সতেরো তলায় কাজ করছিলেন। সেই সময় মাচান ভেঙে গিয়ে দু’জনেই মাটিতে পড়ে যান। ওত উঁচু থেকে আছড়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। সোমবার রাতে মৃত দুই শ্রমিকের পাইকরের বাড়িতে খবর আসে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মৃতদের পরিবারের সদস্যরা দেহ আনতে মুম্বই পাড়ি দিয়েছেন।
গ্রামে সেভাবে কাজ পাচ্ছিলেন না। সংসারের খরচ সামলাতে তাঁদের বাধ্য হয়েই পাড়ি দিতে হয়েছিল মুম্বইয়ে। একই গ্রামের দুই যুবকের মর্মান্তিক পরিণতিতে গরিব পরিবারগুলোতে শোকের ছায়া। গত ২৯ জুলাই ওড়িশার নির্মীয়মান বাড়ির সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে মৃত্যু হয়েছিল এই পাইকর এলাকারই দুই শ্রমিকের। তারপর ফের মুম্বাইয়ে কাজ করতে গিয়ে মৃত্যু।
ওই গ্রামের একাধিক পরিবারের কোনও না কোনও সদস্য ভিন রাজ্যে কর্মরত। তাঁদের পরিবারের কাছে গোটা বিষয়টি আতঙ্কের। ভিনরাজ্যে কর্মরত শ্রমিকের যাতে ন্যূনতম কোনও নিরাপত্তার ব্যবস্থা করা যায়, তার দাবি জানাচ্ছেন পরিবারের সদস্যরা।