Birbhum Death: ঘুমের ঘোরে পড়ে গেলেন নির্মীয়মাণ বাড়ির ছাদ থেকে, মুম্বইয়ে কাজে গিয়ে মৃত্যু বীরভূমের শ্রমিকের

Himadri Mondal | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 19, 2023 | 12:52 PM

Migrant Worker Death: পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন দশেক আগে উত্তমবাবু মুম্বইয়ে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন। সেখানে নির্মীয়মাণ বহুতলের খোলা ছাদে ঘুমিয়েছিলেন।

Birbhum Death: ঘুমের ঘোরে পড়ে গেলেন নির্মীয়মাণ বাড়ির ছাদ থেকে, মুম্বইয়ে কাজে গিয়ে মৃত্যু বীরভূমের শ্রমিকের
বীরভূমে পরিযায়ী শ্রমিকের মৃত্যু
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মুরারই: বহুতলের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের। ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্য়ু হল তাঁর। জানা গিয়েছে, নির্মীয়মাণ বহুতলের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম উত্তম মাল। বাড়ি বীরভূমের রাজগ্রামে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন দশেক আগে উত্তমবাবু মুম্বইয়ে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন। সেখানে নির্মীয়মাণ বহুতলের খোলা ছাদে ঘুমিয়েছিলেন। তাঁর সঙ্গে অন্যান্য শ্রমিকরাও ছিলেন। তবে সকালে ঘুম থেকে উঠে দেখেন উত্তম নেই। পরে দেখা যায় বিল্ডিংয়ের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তাঁর দেহ।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঘুমের ঘোরে কোনওভাবে ছাদ থেকে নীচে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। এই খবর গ্রামে আসতেই কান্নার রোল পড়ে যায় পরিবারে। মৃতের স্ত্রী তাপসী মাল বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত স্বামীর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। শুক্রবার ফের রাতে ফোন করবে বলেছিল। কিন্তু  ওইটাই যে শেষ ফোন হবে বুঝতে পারিনি। এখন দুই ছেলেকে নিয়ে কীভাবে বেঁচে থাকব জানি না।”

Next Article