সিউড়ি: বীরভূমের সিউড়িতে সুপার স্পেশালিটি হাসপাতালে ফাটল বাথরুমের জলের পাইপ। ছড়াচ্ছে দুর্গন্ধ। হাসপাতালের পাঁচতলা ও চারতলার দু’টি ওয়ার্ডে জল ঢুকে এক-সা কাণ্ড। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সুপার স্পেশালিটি হাসপাতালের একটি বাথরুমের জলের পাইপ ভেঙে এই কাণ্ড ঘটেছে। যদিও কীভাবে বাথরুমের জলের পাইপ ফাটল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। বাথরুমের জলের পাইপ ফেটে হু হু করে জল বেরোতে শুরু করে। প্রথমে পাঁচতলা জল থই থই হয়ে যায়। তারপর সিঁড়ি বেয়ে জল নেমে আসে চারতলায়। সেখানেও একই অবস্থা। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে জলের সাপ্লাই লাইন বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু ততক্ষণে হাসপাতালের পাঁচতলা ও চারতলার অনেকটা জায়গায় জল ঢুকে যায়।
এদিকে হঠাৎ করে এভাবে ওয়ার্ডে জল ঢুকে যাওয়ায় সমস্যার মধ্যে পড়েন হাসপাতালে ভর্তি রোগী ও তাঁদের পরিজনরা। বাথরুম থেকে বেরিয়ে আসা ওই জল থেকে ওয়ার্ডে দুর্গন্ধ ছড়াচ্ছিল বলেও অভিযোগ। তার মধ্যেই রোগী ও তাঁদের পরিজনদের এক চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে বেশ কিছুক্ষণ সময় কাটাতে হয়। যদিও বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই জলে সাপ্লাই লাইন বন্ধ করে ওয়ার্ডে ঢুকে যাওয়া জল বের করার কাজে নেমে পড়েন হাসপাতালের কর্মীরা। জমে থাকা জল বের করে হাসপাতালের পাঁচ তলা ও চার তলার ওই ওয়ার্ডগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
হাসপাতালের এক হাউজ় কিপিং স্টাফ জানাচ্ছেন, ‘রোগীদের বাথরুমের একটি পাইপ ভেঙে হু হু করে জল বেরোচ্ছিল। তারপর তড়িঘড়ি জমে থাকা জল বের করার কাজ শুরু হয়। আমি একাই আছি এখন হাউজ় কিপিংয়ের ডিউটিতে। একা সামলে উঠতে পারছি না। যা তা অবস্থা, এক হাটু জল জমে গিয়েছে। রোগীরা সমস্যার মধ্যে পড়ছেন।’