কোচবিহার: আবারও অশান্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা (Dinhata)। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল এলাকারই কয়েকজন যুবকের বিরুদ্ধে। প্রদীপকুমার রায় নামে এক বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগও ওঠে। দিনহাটা-১ ব্লকের আলোকঝাড়ি বাজার সংলগ্ন এলাকায় সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতর শুরু হয়। আরও একজন আহত হন বলেও অভিযোগ। রক্তাক্ত অবস্থায় প্রদীপকুমার রায়কে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দ্বিতীয়জনকে উন্নত চিকিৎসার জন্য কোচবিহার শহরে নিয়ে যাওয়া হয়। পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকে বারবার উত্তপ্ত হয়েছে দিনহাটা। গুলি-বোমায় তপ্ত হয়েছে এলাকা। ভোট মিটলেও ঝামেলা অব্যাহত।
আহত প্রদীপ কুমার রায় জানান, এই ঝামেলা দীর্ঘদিনেরই। এ নিয়ে থানা পুলিশও হয়েছিল। এরইমধ্যে ফের সোমবার সন্ধ্যায় ফের ঝামেলা হয়। মূলত অভিযুক্তরা ৬০ হাজার টাকা চায় তাঁর কাছে। দিতে রাজি না হলে অপহরণ করা হবে বলেও হুমকি দেয়। এরপরই এক দু’কথায় লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ।
স্থানীয় এক বিজেপি নেতা বলেন, “সন্ধ্যা ৭টা সাড়ে ৭টা নাগাদ এই ঘটনা ঘটে। আলোকঝারি বাজারে আমাদের বিজেপি কর্মী প্রদীপ রায় ও তাঁর দুই ভাই মিন্টু রায়, পিন্টু রায়ের দোকান আছে। সেই দোকানে তৃণমূলের লোকেরা যায়। দোকানের শাটার নামিয়ে দেয়। ভরা বাজারে তিনজনকে আক্রমণ করে। মাথা ফাটিয়ে দেয়। একজনের অবস্থা শোচনীয়। মাথা ফাটিয়ে দেওয়ার পাশাপাশি বুকে পেটেও আঘাত করা হয়েছে।” যদিও এ নিয়ে তৃণমূলের কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি। পেলেই তা যুক্ত করা হবে এই প্রতিবেদনে।