Attack in Tufangunj: ‘যেতেই দেব না…’, পঞ্চায়েতের বোর্ড গঠনের পর ভাঙচুর জয়েন্ট বিডিও-র গাড়িতে

Suman Kalyan Bhadra | Edited By: tannistha bhandari

Aug 10, 2023 | 3:30 PM

Attack in Tufangunj: বিজেপির দাবি, তাঁদের নথিতে আধিকারিকরা সই করছিলেন না। সে কারণেই আটকানো হয়েছিল জয়েন্ট বিডিও-র গাড়ি।

Attack in Tufangunj: যেতেই দেব না..., পঞ্চায়েতের বোর্ড গঠনের পর ভাঙচুর জয়েন্ট বিডিও-র গাড়িতে
ভাঙচুর আধিকারিকের গাড়িতে
Image Credit source: TV9 Bangla

Follow Us

তুফানগঞ্জ: ভোট মিটেছে, কিন্তু অশান্তি থেকে এখনও অব্যাহতি নেই বাংলার। বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে চরমে পৌঁছেছে অশান্তি। গুলি চলা বা বোমাবাজির মতো ঘটনাও ঘটেছে। এবার ভাঙচুর চলল সরকারি আধিকারিকের গাড়িতে। গাড়ি নিয়ে বেরনোর সময় কোচবিহারের তুফানগঞ্জের জয়েন্ট বিডিও-কে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার বোর্ড গঠনকে কেন্দ্র করে তীব্র অশান্তির ছবি দেখা যায় তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়িতে। ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে বিজেপি। তারপরই শুরু হয় গণ্ডগোল। বিজেপি কর্মী-সমর্থকের দাবি, বোর্ড গঠন করলেও তাঁদের কোনও কাগজপত্র দেওয়া হয়নি। অভিযোগ, বোর্ড গঠন হওয়ার পর রেজোলিউশন কপিতে পঞ্চায়েত সদস্যরা সই করলেও প্রশাসনিক আধিকারিকরা সিলমোহর দেয়নি তাতে। এই অভিযোগেই বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। বেরতে গেলে আটকে দেওয়া হয় জয়েন্ট বিডিও-কে।

বিজেপির সহ সভাপতি শিখা বসাক অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, কোনও ভাঙচুর হয়নি। নথি হাতে না পাওয়ায় আটকানো হয়েছিল অফিসারকে। পরে নথির ছবি তুলতে দেওয়া হয়। এরপরই ছেড়ে দেওয়া হয়েছে গাড়ি। ঘটনাস্থলে রয়েছে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। উল্লেখ্য ওই পঞ্চায়েতে মোট ১২টি আসনের মধ্যে ৯টি আসন পেয়েছে বিজেপি আর ৩টি পেয়েছে তৃণমূল।

অশান্তির ছবি দেখা গিয়েছে আরও অনেক জায়গায়। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বোর্ড গঠন ঘিরে যে অশান্তি হয়েছে, তাতে আহক হয়েছেন ৮ পুলিশকর্মীও।

Next Article