Udayan Guha’s convoy: উদয়ন গুহর কনভয়ের সামনে পড়ল বোমা! বোর্ড গঠনের পরই উত্তপ্ত দিনহাটা

Suman Kalyan Bhadra | Edited By: tannistha bhandari

Aug 11, 2023 | 7:50 AM

Udayan Guha's convoy: কারা এ কাজ করতে পারে, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমাদের বন্ধুরা তো করবে না নিশ্চয়।' তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যাতে, অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।

Udayan Guhas convoy: উদয়ন গুহর কনভয়ের সামনে পড়ল বোমা! বোর্ড গঠনের পরই উত্তপ্ত দিনহাটা
পরপর দুটি বোমা ফেলার অভিযোগ
Image Credit source: TV9 Bangla

Follow Us

দিনহাটা: পঞ্চায়েতের বোর্ড গঠন শুরু হতেই নতুন করে অশান্তির আবহ তৈরি হয়েছে রাজ্যে। বৃহস্পতিবার দিনভর সেই ছবি সামনে এসেছে বিভিন্ন জায়গা থেকে। কোথাও চলেছে গুলি, কোথাও পড়েছে বোমা, কোথাও আক্রান্ত হয়েছে খোদ পুলিশ, কোথাও বিডিও-র গাড়িতে চলেছে ভাঙচুর। আর দিনের শেষে মন্ত্রীর কনভয়ের সামনে পড়ল বোমা! কনভয় লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ তুললেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। পরপর দুটি বোমা পড়ে থাকতে দেখা যায় তাঁর কনভয়ের সামনে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের দিনহাটা। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মন্ত্রী।

বৃহস্পতিবার সকাল থেকে বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত ছিল দিনহাটা। তৃণমূল ও বিজেপির মধ্যে বচসাও বাঁধে। পরিস্থিতি খতিয়ে দেখতে বিকেলে ঘটনাস্থলে যান মন্ত্রী উদয়ন গুহ। সেখান থেকে ফেরার পথেই এই ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে দিনহাটা দু নম্বর ব্লকের নাজিরহাটের শালমারা এলাকায়। মন্ত্রীর কনভয় যখন এগোচ্ছিল, তখন পরপর বোমার শব্দ শোনা যায়। এরপর গাড়ি থেকে নেমে পড়েন তিনি।

মন্ত্রী জানিয়েছেন, যে গাড়ির সামনে বোমা পড়েছে, তার ঠিক দুটি গাড়ি পরেই ছিলেন তিনি। উদয়ন গুহ বলেন, ‘আমার গাড়ির কাচ বন্ধ ছিল। কিন্তু উদ্বেগ ছিল আমার সহকর্মীদের জন্য, যাঁরা বাইকে যাচ্ছিলেন।’ কারা এ কাজ করতে পারে, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমাদের বন্ধুরা তো করবে না নিশ্চয়।’ তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যাতে, অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।

অপরদিকে বিজেপির অভিযোগ মন্ত্রীর কনভয় শালমারা ঢুকলে তৃণমূলের কর্মী সমর্থকেরাই বোমা ছুড়তে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিজেপি নেতা তরণীকান্ত বর্মণের দাবি, বোর্ড গঠনের সময় একজন তৃণমূল প্রার্থীই ১২ জন জয়ী প্রার্থীর ভোট দিয়ে দিয়েছে। এটা অগণতান্ত্রিক ও স্বৈরাচারী কাজ বলে মন্তব্য করেছেন তিনি। উদয়ন গুহর নির্দেশে এই ঘটনা ঘটেছে বলেও দাবি করেছেন তিনি।

Next Article