কোচবিহার: শেষমেশ মৃত্যুর কাছে হার মানতেই হল কোচবিহারের খাপাইডাঙার নির্যাতিতার। বুধবার সকালে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে নাবালিকার। কয়েকদিন আগে নির্যাতিতাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ ওঠে পাঁচ যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে চার জন। উল্লেখ্য, ধর্ষণের অভিযোগ আসার পর থেকেই রাজনৈতিক জলঘোলা শুরু হয়ে যায়। প্রতিবাদে সরব হয় বিজেপি। মঙ্গলবার বিজেপি নেতা রাহুল সিনহা হাসপাতালে যান নির্যাতিতা নাবালিকাকে দেখতে।
নির্যাতিতার মৃত্যুতে জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন,”সাত আটদিন ধরে লড়াই চলছিল সে। তার মৃত্যুতে আমরা দুঃখিত। দোষীদের কঠোর শাস্তি চাইছি।” এর পাশাপাশি তিনি ঘটনায় দায় বিজেপি-সিপিএম এর দিকে ঠেলে বলেছেন, “কাল রাহুল সিনহা ঘুরে গিয়েছেন। কিন্তু উনি কি খবর রেখেছেন? মেয়েটা যে আর নেই। রাজনীতি আনতে চাইনি। কিন্তু এইগুলো বলতেই হয়।” তৃণমূল নেতার অভিযোগ, নির্যাতিতার কাকিমা এই বছর পঞ্চায়েত ভোটে তৃণমূলের হয়ে লড়াই করে জিতেছেন। আর যারা এই অপরাধ করেছে, তাঁরা প্রত্যেকে এলাকায় বিজেপি-সিপিএম করেন। অপরদিকে, মৃতের কাকা বলেন, “কী বলব বুঝতে পারছি না। দোষীদের ফাঁসির শাস্তির দাবি জানাচ্ছি।”
যদিও, বিজেপি বা সিপিএম-এর তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, গত মঙ্গলবার (১৮ জুলাই) শরীর অসুস্থ থাকায় স্কুল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরছিল নবম শ্রেণির এক ছাত্রী। অভিযোগ, রাস্তা থেকেই এলাকার পাঁচজন যুবক তাকে অপহরণ করে। তারপর থেকে তার আরও কোনও খোঁজ মেলেনি। দু’দিন ধরে আটকে রেখে চলে লাগাতার ধর্ষণ। পরে স্থানীয় এক বাসিন্দার মাধ্যমে খোঁজ মেলে নাবালিকার। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ লড়াইয়ের পর আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।