Panchayat Election Result 2023: ঘোড়া কেনাবেচার ভয়ে বিজেপির জয়ী সদস্যরা আশ্রয় নিয়েছেন অসমে!

Suman Kalyan Bhadra | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 15, 2023 | 2:45 PM

Panchayat Election Result 2023: বস্তুত, কোচবিহারের মাথাভাঙায় মোটের উপর ভালই ফল করেছে গেরুয়া শিবির। প্রায় কুড়িটি গ্রাম পঞ্চায়েতের মধ্য সাতটির দখল নিয়েছে তারা।

Panchayat Election Result 2023: ঘোড়া কেনাবেচার ভয়ে বিজেপির জয়ী সদস্যরা আশ্রয় নিয়েছেন অসমে!
অসমে লুকোচ্ছেন বিজেপি পঞ্চায়েত সদস্যরা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মাথাভাঙা: ‘ঘোড়া কেনবেচার’ ‘ভয়ে’ একসময় রাজস্থান ও হোক বা কর্নাটকে কংগ্রেস তাদের বিধায়কদের পাঁচতারা হোটেলে বন্দি করে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। এবার বাংলার গ্রাম দখলের লড়াইয়ে সেই একই পন্থা নিল বিজেপি। তৃণমূলের ভয়ে শেষমেশ অসমে গিয়ে আশ্রয় নিচ্ছেন বিজেপি-র জয়ী পঞ্চায়েত সদস্যরা। গেরুয়া শিবিরের দাবি, প্রায় ১০০ জন বিজেপি-র সদ্য জয়ী সদস্য লুকিয়ে রয়েছেন অসমে।

বস্তুত, কোচবিহারের মাথাভাঙায় মোটের উপর ভালই ফল করেছে গেরুয়া শিবির। প্রায় কুড়িটি গ্রাম পঞ্চায়েতের মধ্য সাতটির দখল নিয়েছে তারা। তবে অভিযোগ, বিজেপি-র জয়ী সদস্যদের তৃণমূল তাদের দলে ভিড়িয়ে পঞ্চায়েত দখল করতে চাইছে । তাই নিজেদের ঘর বাঁচাতে মরিয়া গেরুয়া দল। পঞ্চায়েত হারিয়ে ফেলার আশঙ্কায় মাথাভাঙা ১ ও ২ নম্বর ব্লকের জয়ী সদস্যরা আশ্রয় নিয়েছেন অসমের ধূপড়ি জেলায়।অসমে পৌঁছে বিজেপির মাথাভাঙা ২-এর মণ্ডল সভাপতি অশ্বিনীদেব সিংহ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

যদিও, তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। আইএনটিটিইউসি-র ব্লক সভাপতি মজুরুল হোসেন বলেন, “সবটাই অপপ্রচার। কারণ ওরা চেষ্টা করেছিল এই নির্বাচনটাকে বন্ধ করার। বারেবারে হাইকোর্টে গিয়েছিল। কোনও কিছুতেই কিছু করতে না পেরে এখন এই মিথ্য কথা রটাচ্ছে।”

Next Article