কোচবিহার: দিনহাটার বিজেপি নেতা অজয় রায়কে গ্রেফতার করল পুলিশ। বিজেপির দিনহাটা শহর মণ্ডল কমিটির সভাপতি পদে রয়েছেন অজয় রায়। শুক্রবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এই বিজেপি নেতার জন্য। সেই সবের মধ্যেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর হাত ভাঙার ঘটনায় অভিযুক্ত ছিলেন এই বিজেপি নেতা। পরে অবশ্য তিনি জামিন পেয়ে যান। তবে আজ কোন মামলায় পুলিশ তাঁকে গ্রেফতার করেছে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের কয়েকদিন পরে নিজের গড়েই আক্রান্ত হয়েছিলেন উদয়ন গুহ। দিনহাটা শহরের বুকেই তাঁর উপর হামলার অভিযোগ উঠেছিল। সেই হামলার ঘটনায় হাত ভেঙেছিল উদয়নের। তৃণমূল নেতার উপর সেদিনের হামলার ঘটনায় অভিযোগ উঠেছিল এলাকার বিজেপি নেতা অজয় রায়ের বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তে নেমে অজয় রায়ের বাড়িতেও হানা দিয়েছিল পুলিশ। তল্লাশি চলেছিল তাঁর বাড়িতে। যদিও সেই মামলায় জামিন পেয়ে গিয়েছিলেন দিনহাটার বিজেপি নেতা।
এরপর শুক্রবার এক অভিযানে দিনহাটা থানার পুলিশ গ্রেফতার করে বিজেপির দিনহাটা শহর মণ্ডল কমিটির সভাপতি অজয় রায়কে। গেরুয়া শিবির সূত্রে খবর, এই বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের ঘনিষ্ঠ বলেই পরিচিত। তবে কোন মামলায় প্রেক্ষিতে এই গ্রেফতারি, সেটি এখনও স্পষ্টভাবে জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, দু’টি পৃথক মামলায় এফআইআর-এ মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে বিজেপি নেতা অজয় রায়ের। সেই দু’টি মামলার প্রেক্ষিতেই এই গ্রেফতারি বলে জানা যাচ্ছে। যদিও অজয় রায়ের গ্রেফতারি প্রসঙ্গে শাসক বা বিরোধী কোনও পক্ষেরই কোনও রাজনৈতিক প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।