কোচবিহার: ভোট সন্ত্রাস নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করার পর বাসন্তীতে গিয়েছিল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা কোচবিহারের দিনহাটায় নিগৃহীতদের সঙ্গে দেখা করেন। যাঁরা ভোট ও পরবর্তী সন্ত্রাসের শিকার হয়েছেন, আহত হয়েছেন, তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। দিনহাটার এক আক্রান্তের পরিবারের সঙ্গে দেখা করে শাসকদল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিরস্কার করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। মমতাকে রবিশঙ্করের কটাক্ষ, “বাংলায় জঙ্গলের রাজত্ব চলছে। মা মাটি মানুষের কথা বলা বন্ধ করুন মমতা।”
আক্রান্তের বাড়ি থেকে বেরনোর সময়ে TV9 বাংলার প্রতিনিধিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রবিশঙ্কর বলেন, “এইভাবেও গুলি মারা যায়! কারোর বুকে গুলি লেগেছে, কারোর পেটে। কারোর হাড় ফুটো হয়ে গিয়েছে। লোহার বাঁট দিয়ে এক জনকে এমনভাবে মারা হয়েছে, যে তাঁর চোখের জ্যোতি চলে গিয়েছে। এক জন মহিলার স্বামী গায়েব হয়ে গিয়েছেন। কেউ খুন হয়ে গিয়েছেন, তিন দিন ধরে তাঁকে বলাই হয়নি। এগুলো কেন?”
রাজ্যের শাসকদলকে বিঁধে তাঁর বক্তব্য, এই রাজ্যে কি আইন আছে? সংবিধান রয়েছে? তাঁর কথায়, “মমতাদি সংবিধানের কথা বলা বন্ধ করুন আপনি। এখানে হিংসা সন্ত্রাসের রাজত্ব।” গত বৃহস্পতিবার বাসন্তীতে গিয়েছিলেন রবিশঙ্কর। তার আগে রাজ্যপালের সঙ্গে দেখা করে ভোট সন্ত্রাস নিয়ে কথা বলেন তিনি। রাজভবন থেকে বেরিয়েও তিনি রাজ্যের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলেন। ৩৫৫ যে যুক্তিযুক্ত বলেও সওয়াল করেন তিনি।