মেখলিগঞ্জ: সবে শেষ হয়েছে স্কুলের পরীক্ষা। বাড়ি ফিরতে শুরু করেছিল ছাত্রীরা। অভিযোগ, ওই সময় বেশ কিছু ছাত্রীর পিছু নেয় এক যুবক। তোলা হয় ভিডিয়ো। হাতেনাতে ধরাও পড়ে যায় যুবক। আটক করেন স্থানীয় বাসিন্দারা। খবর যায় পুলিশে। ছাত্রীদের অভিযোগ, অসৎ উদ্দেশেই এ কাজ করছিল ওই যুবক। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের (Cooch Behar) মেখলিগঞ্জে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ। আটক করা হয়েছে অভিযুক্ত যুবককে। জানতে পারা যাচ্ছে, তাঁর বাড়ি ধূপগুড়িতে। যদিও তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা তিনি পুরোপুরি অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি ওই এলাকায় এক বন্ধু বাড়িতে ঘুরতে এসেছিলেন। রাস্তায় দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। তখনই বেশ কিছু মেয়েদের ছবি উঠে যায়। ইচ্ছাকৃতভাবে তিনি এমনটা করেননি। যদিও কোন বন্ধুর বাড়িতে এসেছিলেন তা তিনি বলতে পারেননি। তবে তাঁর কথায় পাত্তা দিতে নারাজ এলাকার বাসিন্দারা। অভিযুক্ত যুবকের কড়া শাস্তির দাবি তুলেছেন পড়ুয়াদের অভিভাবকেরা।
ঘটনায় এক ছাত্রী বলেন, “ও আমাদের পিছন থেকে এসে বাজে বাজে ভিডিয়ো করছিল। ওকে জিজ্ঞেস করাতে ও অস্বীকার করে। ও মোবাইলটা এমন জায়গায় রেখেছিল যা আমাদের প্রথমে চোখে পড়েনি। কিন্তু, ও যে ভিডিয়ো করছিল সেটা একজন দেখতেও পেয়ে গিয়েছিল। তারপরই সবাইকে ডাকা হয়। সবাই জানতে পেরে ছেলেটাকে ধরে।”